শাহরাস্তিতে মো: আলমগীর হোসেন (৩৭) নামে এক দিনমজুরকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির মনিপুর গ্রামের সোলেমান মাস্টার বাড়ির প্রবাসী মানিকের পাকা দালানের ছাদের উপর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ওই রাতের তারাবির নামাজ পড়া শেষে স্থানীয় শিপন নামে এক ব্যক্তি ওই বাড়ির মানিকের বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়ার সময় ছাদের উপর অস্বাভাবিক শব্দ শুনতে পায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিল্ডিং এর ছাদের উপর গিয়ে পার্শ্ববর্তী নতুন বাড়ির মৃত শহীদুল্লাহর পুত্র আলমগীর হোসেনকে গলাকাটা অবস্থায় দেখতে পায়।

ওই সংবাদ চারদিকে চাউর হলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার একদল পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটরাস্থলে হাজির হন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া সার্কেলের এ এসপি রেজওয়ান সাঈদ জিকুসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানা যায়।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল বাশার জানান, আমরা হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছি।
ঘটনা স্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরি ও আলামত জব্দ করা হয়েছে।