ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া সমাজ কল্যাণ সংস্থার ৫বছর পূর্তি উপলক্ষে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮জানুয়ারি) সকালে উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে সংগঠনের ৫বছর পূর্তি উপলক্ষে ওই ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং উদ্ভোধন করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ও স্বপ্ন চুড়া সমাজ কল্যান স্বংস্থার প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ মহিব্বুলাহ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানি শাহা, বি এন সি সি ক্যাপ্টেন কমান্ডার (ময়নামতি রেজিমেন্ট) আবুল কালাম আজাদ, সংগঠক এইচ এম মুহিব, আব্দুল বাতেন, সোহেল মিজি, মামুন খান, শাহীন খান, নিতাই চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মোঃ শ্রাবণ, ব্লাড ডোনেশন শাখার সহ সমন্বয়ক আল-আমিন, সভাপতি ফাহিম খান, কেন্দ্রীয় শাখার সভাপতি সাকিব খান, সাধারণ সম্পাদক আমান খান প্রমুখ।
স্বপ্নচূড়া সমাজ কল্যাণের ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ের সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন খান ও সোহেল খান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ব্লাড ডোনেশনের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্ধুদ্ধ করা একটি মহত কাজ, মূহুর্ষ রোগীর জীবন বাঁচাতে সময়মত ডোনার সংগ্রহ করা একটি কঠিন কাজ, সে কঠিন কাজকে সহজি করনে স্বপ্ন চুড়া সমাজ কল্যান সংস্থার এ কাজ অবশ্যই প্রসংশনীয়, বিগত দিনের ন্যায় আগামীদিনেও স্বপ্নচূড়া সমাজ কল্যান সংস্থার সদস্যরা সকল ভালো কাজের সাথে যুক্ত থাকবে বলে বক্তারা তাদের বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেন।