মাসুদ হোসেন : ২০২২-২৩ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে ইউনিয়নের ১২২৫ জন অসহায় দুস্থ্যদের মাঝে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী পোগ্রামার মোহাম্মদ হারুন অর রশিদ এর সার্বিক তত্ত্বাবধানে চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষায়, পরিষদের সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবুল হোসেন, ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাত হোসেন, মনিরুজ্জামান পাটওয়ারী, বিল্লাল খান, জিয়া তপদার, সোহেল পাটওয়ারী সোহাগ, হাবিবুর রহমান হাজী, ইব্রাহিম তালুকদার, কবির হোসেন রনি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পিরোজা বেগম, মুক্তা আক্তার, লাখি বেগম, ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।