এইচ.এম নিজাম : চাঁদপুর শহরের বিষ্ণুদি মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের বিষ্ণুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ফলোজ ও গাছের চারা রোপন ও বিতরণের মাধ্যমে বিষ্ণুদি মানব কল্যাণ সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বিষ্ণুদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও প্রায় শতাধিক ফলজ বনজ ঘাসের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ ও বিতরণ উপস্থিত ছিলেন বিশ্বনবী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক মিয়াজি, বিষ্ণুদি মানব কল্যাণ সংগঠনের আহবায়ক সাইফুল ইসলাম খান, সদস্য সচিব অ্যাডভোকেট বদরুল আলম, যুগ্ম আহ্বায়ক ছালে আহমদ সজীব মৃধা, বিপ্লব মিজি, আজিজ ঢালী, নুরে আলম মৃধা, সংগঠনের সম্মানিত সদস্য রাসেল খান পায়েল।
উল্লেখ গত ২ সেপ্টেম্বর বিষ্ণুদি এলাকার সর্বসাধারণের সম্মতি ক্রমে সেবামূলক বিষ্ণুদি মানব কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ হয়। এলাকার সেবামূলক কাজ করার লক্ষ্যে ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।