নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে প্রতারক ও মামলাবাজ কামাল হোসেন তার ভাই আনোয়ার হোসেন গং কর্তৃক মানুষের সম্পত্তি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতারনার মাধ্যামে অর্থ আত্মসাৎ, জাল দলিল সৃজন বিভিন্ন মিথ্যা অভিযোগের হয়রানি থেকে বাঁচতে স্থানীয় ৫টি গ্রামের শত শত লোক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে।
৬ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় স্থানীয় আয়নাতলী বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানায়, প্রতারক কামাল হোসেন ভূমিদস্যু, মামলাবাজ, ভূয়া দলিল জালজালিয়াতির মূলহোতা, একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী, বহু অপকর্মের হোতা, সরকারী জমি দখল ও বিক্রয়কারী, আয়নাতলী, নুনিয়া, কোয়াঁর, হাড়িয়াঁ, উঘারিয়া সহ ৫টি গ্রামের শত শত লোককে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে সর্বশান্ত করছে। তার অত্যাচারে সাধারন নিরীহ অসহায় লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। সে সরকারী সম্পত্তি দখল করে ভূয়া দলিল সৃজন করে মানুষের কাছে বিক্রি করে অর্থ হাতিয়ে নিয়েছে। সে মানুষের সম্পত্তি দখলে নিয়ে দলিল সৃষ্টি করে জবরদখল করে। কেউ এতে বাধা দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সর্বশান্ত করছে। তাকে এ কাজে সহযোগিতা করছেন তার সহোদর ভাই আনোয়ার হোসেন ও অন্যান সাঙ্গপাঙ্গরা।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান মিজান, আবদুল হান্নান, ঈসমাইল হোসেন, বাবুল হোসেন, মো: বাহার, মাহবুব আলম, মাসুদ আলম, আবু তাহের, মজিবুর রহমান, খলিলুর রহমান, হুমায়ুন আহম্দে,আবদুল মান্নান, মেহেদী, কামাল হোসেন, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, মো: টিটু, মিলন, আনোয়ার হোসেন, সবুজ, খায়রুন নেছা, মিলন হোসেন প্রমুখ। সভায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
প্রতারক মামলাবাজ কামাল হোসেন ও আনোয়ার গং এর হয়রানি থেকে বাঁচতে তাদের বিচার ও কঠিন শাস্তির দাবী করে সংসদ সদস্য মহোদয়, চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহরাস্তি অফিসার ইনচার্জ (ওসি) হস্তক্ষেপ কামনা করেছেন।
মানববন্ধনে নারী, বয়োবৃদ্ধ, যুবক সহ ৫টি গ্রামের ৫ শতাধিক লোক উপস্থিত ছিলেন।