সজীব খান : চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হককে বিদায় সংবর্ধনা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাব।
সোমবার বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলা পরিষদের হলরুমে সদর এসিল্যান্ড মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মুকবুল আহমেদ, কৃষি অফিসার আয়শা আক্তার, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার আবদুল হাই, প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারি,রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন।
এ সময় উপজেলা প্রকৌশলী স্থেহাল রায়, যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, পিআইও মোঃ রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারি, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খান, হানারচর ইউপি ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারিসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন উপজেলা পরিষদ কার্যালয়ের সিএ মোঃ দিদার হোসেন।