মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ১০ টি ইউপিতে ৫ শ ৭৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। টানা ৩ কার্যদিবস জমা শেষে (২৫- শে নভেম্বর) বৃহস্পতিবার এ সংখ্যা দাঁড়ালো। ওইদিন প্রার্থী গন কর্মী-সমর্থকদের কে নিয়ে উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র জমা দেন।
আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থীদের কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা স্বল্প সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এবার অত্র উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪১৪ জন প্রার্থী। টামটা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন, উত্তরে ৬জন।
চিতোষী পূর্ব ইউনিয়নে ৫ জন, পশ্ঢিমে ৭ জন। মেহের দক্ষিণ ইউনিয়নে ৩ জন, উত্তরে ৭জন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৬ উত্তরে ৫জন। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে ১০ জন, উত্তরে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেহের দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন এ ইউনিয়নে বিএনপির নেতা জাহাঙ্গীর আলম ও যুবদল নেতা মাসুদ কবির মনোনয়নপত্র দাখিল করেন। মেহের উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মনির হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা সাইফুল ইসলাম রনি, জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আঃ রশিদসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
টামটা উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর কবির পলাশ সতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক দর্জি, বিএনপির রতন ব্যাপারি সহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। টামটা দক্ষিণে নৌকা প্রতীকের প্রার্থী সফিকুর রহমান, সতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন পাটোয়ারী, জামাল আহমেদ, বিএনপির নেতা তোফায়েল আহমেদ, আবুল কালাম সহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সূচিপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা হাবিবুর রহমান পাটোয়ারী সহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন হেলাল, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা আঃ রশিদ সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চিতোষী পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা জোবায়ের কবির বাহাদুর সহ ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, বিএনপির নেতা আলম বেলাল সহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে জাতীয় পার্টি থেকে নাঙ্গল প্রতিক নিয়ে মাসুদ আলম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও কয়েকটি ইউনিয়নে জাকের পার্টি ও ইসলামী আন্দোলন থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নতুন সময়সূচী অনুসারে আগামী ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।