স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির আয়োজনে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার সড়ক দূর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, আমি ২১নভেম্বর নাজমা মেডামের মৃত্যুর খবর শুনে থানায় দেখতে গিয়েছি। ছাত্রীরা মেডামের জন্য কান্না করেছে। এ ধরনের মৃত্যু মেনে নেওয়া যায় না। আমি মেডামের মৃত্যুতে শোকাহত। চাঁদপুর সদরের অনেক বিদ্যালয় মেডামের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আমি এ বিদ্যালয়ের অনেকবার এসেছি।
২০১০সালে ওনার স্বামী মারা গেছে, একথাটি তিনি কখনও আমাদের বলেননি। আমি এ বিদ্যালয়ে যতবার এসেছি, তিনি আমার পাশে এসে খোজঁখবর নিতেন। কুমিল্লা যাওয়ার পথে একসাথে গিয়েছি, সবসময় মেডামের হাতে তসবি ছিল। মেডাম খুব ধর্মভীরু ছিল। ওনার ১মেয়ে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় পড়ে, ১মেয়ে চাঁদপুর সরকারি কলেজ থেকে মাষ্টার্স করেছে, ওনার একমাত্র ছেলে একটি মাদরাসায় পড়াশুনা করছে, এগুলো শুনছি ওনার মৃত্যুর পর। এজন্য ওনার প্রতি আমার সম্মান আরো বেড়ে গেছে। মেডাম কতটা জনপ্রিয় ছিল তা ছাত্রীদের কান্না থেকে বুঝা যায়। মেডাম একজন আদর্শবান শিক্ষক ছিলেন ।তার আর্দশকে ধারণ করে আগামীতে তােমাদের চলতে হবে ।
তিনি শিক্ষার্থীদের বলেন, আমি প্রত্যাশা করি তোমরা মানুষের মত মানুষ হবে। তাহলে তোমাদের মায়ের সমতুল্য মেডাম এর আত্মা শান্তি পাবে। মেডামের কল্যানের জন্য তোমরা ভালোভাবে চলবে। তোমাদের আদর্শবান হয়ে গড়ে উঠতে হবে। তোমাদেরকে মরহুম নাজমা মেডাম খুব ভালোবাসতেন। আমাদের পক্ষ থেকে যা কিছু করা দরকার তা করার ব্যবস্থা করব। মেডাম দায়িত্বের প্রতি খুব সিরিয়াস ছিলেন।
উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সোহরাব হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আজকের স্মরন সভার দিনটি একটি গুরুত্বপূর্ন দিন। আমরা শোকাহত । নাজমা মেডাম এই বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। পরবর্তীতে এ বিদ্যালয়ের শিক্ষক হয়েছেন,এখানেই তিনি সহকারী প্রধান শিক্ষিকা ছিলেন । এখানেই তার কর্মময় জীবন ছিল। ঘটনার দিন আমাকে জানানো হয়েছে নাজমা মেডাম এক্সিডেন্ট করেছেন। আমি জানার সাথে সাথে খোঁজখবর নিয়ে শুনতে পেরেছি মারা গেছে। আমি খোজঁখবর নিয়ে জেনেছি বোগদাদ বাস পূর্ব দিক থেকে এসে সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেওয়ায় তিনি মৃত্যুবরণ করেন।
অনুসন্ধানে জানতে পেরেছি বোগদাদ বাসই আসল ঘাতক। আমরা পরে বোগদাদ বাসের ডাইভার এর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছি এবং পুলিশ বোগদাদ বাসটি জব্দ করে । পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে ঘটনার নিশ্চিত হয়েছেন। দূর্ঘটনায় বোগদাদ বাসই ঘাতক।
তিনি বলেন, নিহত সহকারি শিক্ষিকা পরিবার অনেক শোকাহত। ওনার একমাত্র ছেলে কোরআন হাফেজ। ১ মেয়ে বিয়ে হয়েছে। ১মেয়ে মময়নসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। নাজমা আক্তার এ বিদ্যালয়ে ৩৩বছর চাকুরী করেছেন। ওনি অত্যন্ত বিনয়ী ও ধার্মিক মানুষ ছিলেন। তিনি অল্প কথা বলতেন। বর্তমানে এরকম একজন শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে, তবে কিছু কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। এটাকে আমরা দূর্ঘটনা বলবনা, এটা হত্যাকান্ড। এর যথাযথ বিচার হতে হবে। মৃত্যুর পর মরহুম নাজমা মেডামের পরিবারের পাশে ছিলাম ,যতটুকু সম্ভব সহযোগিতা করেছি এবং আগামীতে সবধরনের করবো ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: মোশারফ হোসেন তালুকদার, বিআরডিবিরর সাবেক উপজেলা কর্মকর্তা মো: সোলাইমান মুন্সি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, মরহুমের বোন রাজারগাঁও উচ্চ বিদ্যারয়ের খন্ডকালীন শিক্ষক ফাতেমা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ালী, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি অভিভাবক মো: নুরুজ্জামান মুন্সি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নবম শ্রেনির বিজ্ঞান বিভাগের ছাত্রী রাহেলা আক্তার, বিজ্ঞান বিভাগের ছাত্রী হালিমা আক্তার, ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী সুমাইয়া আক্তার, অষ্টম ছাত্রী মিম আক্তার, সপ্তম শ্রেনির ছাত্রী আলিশা মৌ।
এসময় স্মরণসভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সিনিয়র শিক্ষিকা মেহেরুননেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মেয়ে অভিভাবক জাকিয়া বেগম, মরহুমের বড় মেয়ে জেরিন আক্তার, মরহুমের একমাত্র ছেলে হাফেজ মো: নাঈমুল হাসান, অভিভাবক সদস্য মো: বাশার গাজীসহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের পক্ষ থেকে নিহত শিক্ষক নাজমা আক্তার এর পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। মিলাদ, দোয়া ও মুনাজাত পরিাচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।
উল্লেখ্য, গত ২১নভেম্বর (সোমবার) চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ঘাতক বোগদাদ বাস সকাল ১০টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার ঘোষেরহাট সংলগ্ন বটতলী এলাকায় পূর্বমুখী চাঁদপুর থ- ১১-২১৭০ নম্বরের একটি যাত্রীবাহী সিএনজিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ঢাকা মেট্রো-ব ১৪-৯৭৬০ নম্বরের বোগদাদ বাস চাপা দেয়। এতে সিএনজিতে থাকা একমাত্র যাত্রী উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার নিহত হয়।
এ ঘটনায় একই দিন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস চাঁদপুর সদর মডেল থানায় হাজির হয়ে সড়ক পরিবহন আইনে বোগদাদ বাস (যান নং ঢাকা মোট্রো ব-১৪-৯৭৬০) এর চালককে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-৪৭, তারিখ-২১ নভেম্বের-২০২২ইং। মামলা হওয়ার পর বোগদাদ বাসটি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ আটক করে। কিন্তু এখনও বোগদাদ বাসের ঘাতক চালক পলাতক রয়েছে।