মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেট গাড়িতে মাদকের চালান সহ শুভ (২৬) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির পৌরশহরের কালিয়াপাড়া বাজার এলাকায় থেকে এ মাদক ও কারবারিকে আটক করা হয়।
শাহরাস্তি থানা সূত্র জানায়, ওই দিন সকালে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই সড়কে বানিয়াচৌঁ এলাকায় পুলিশের একটি তল্লাশি চৌকি বসায়।
ওই সময় কুমিল্লা বিশ্বরোড থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো খ- ১১-৭১০৬ নাম্বারের একটি প্রাইভেট গাড়িকে সংকেত দিলে গাড়িটি চাঁদপুরের উদ্দেশ্যে দ্রুত কেটে পড়ার চেষ্টা করে। ওই সময় ওসি মোহাম্মদ শহীদ হোসেন, এস আই নাজমুল হাসান, জুলফিকার আলী, এএসআই কামাল হোসেন, মোহাম্মদ দিদার সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
পরে পৌর শহরের কালিয়াপাড়া এলাকায় গাড়িটিকে জব্দ করে এতে তল্লাশি চালিয়ে ৫০ প্যাকেট গাঁজা যার আনুমানিক ওজন প্রায় ৫০ কেজি আটক করে।
ওই সময় গাড়ি থেকে মাদকের চালান সহ পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বাঁশরী মোল্লাবাড়ির আলমগীর হোসেনের পুত্র শুভ নামের ওই মাদক কারবারিকে আটক করে।
আটককৃত শুভ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় মাদকের এই চালান সে কুমিল্লা বিশ্বরোড থেকে বরিশালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে।
এ প্রসঙ্গে, কচুয়া সার্কেল এএসপি আবুল কালাম জানান, ধৃত শুভ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ককে ব্যবহার করে এই মাদকের চালান সে বরিশাল নিয়ে যাচ্ছিল। সে আরো অপরাধের সঙ্গে যুক্ত কিনা পুলিশ তা খতিয়ে দেখবে।
এসময় শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হবে তাকে।