কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে ২শত পরিবারের চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

শ্রীরামপুর গ্রামের ছৈয়াল বাড়ি-নলুয়া বাড়ির জন চলাচলের রাস্তার উপর দেয়াল নির্মান করে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে গোলাফ হোসেন গ্রামবাসীর পক্ষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ২৩ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয় , ছৈয়াল বাড়ির হতে নলুয়া বাড়ি রাস্তাটি ১শত বছরের পুরোন রাস্তা। এই রাস্তা দিয়ে গাজী বাড়ি,পাটওয়ারী বাড়ী,পূর্ব ছৈয়াল বাড়ি ও নলুয়া বাড়ির ২ হাজার লোক প্রতিদিন চলাচল করে থাকে। দেয়াল নির্মানের ফলে স্কুল,কলেজের শিক্ষার্থীদের চলাচলের অসুবিধা হচ্ছে। ফলে ক্রমেই জনদুর্ভোগ বেড়ে চলছে। সম্প্রতি ওই গ্রামের মৃত ইব্রাহিম প্রধানের ছেলে জুনায়েদ রাস্তার উপর দেয়াল নির্মান করে সাধারন মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
ওই গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ, আব্দুল লতিফ,জালাল উদ্দিন ও ওয়ালি উল্লাহ জানান, সরকারি হালটের উপর দিয়ে যাওয়া রাস্তার উপর জুনায়েদ গং জোরপূর্বক দেয়াল নির্মান করে। আমরা গ্রামবাসি অচিরেই রাস্তার উপর নির্মিত দেয়াল সরিয়ে জনচলাচলের জন্য পূর্বের ন্যায় উন্মক্ত করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এব্যাপারে জুনায়েদ জানান,আমার জায়গার উপর দেয়াল নির্মান করছি।