শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন বাংলাদেশ আজকে শিক্ষায়, যোগাযোগে, কৃষিতে, শিল্প উৎপাদনসহ এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দ্রুত উন্নয়ন হচ্ছে না। এসব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।
তিনি গতকাল ৫ মার্চ বুধবার দুপুরে স্মার্ট বাংলাদেশ বিনিমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারী ও গৃহগহনা ২০২১ ট্যাবসমূহ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তোমরা ভালোভাবে পড়ালেখা করবে। ভালো রেজাল্ট করলে স্কুল ও পরিবারের সুনাম বৃদ্ধি পায়। এতে তোমরা ভালো স্থানে প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম অক্ষুন্ন রাখবে। আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা খাতে সরকারের নেয়া সকল পদক্ষেপ প্রশংসার দাবি রাখে। শিক্ষার মানোন্নয়নে প্রতিটি প্রতিষ্ঠানে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষা খাতে বিশেষ অবদান রাখছে সরকার।
সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।
পরিসংখ্যান ব্যুরো’র উপ-পরিচালক আজাদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সাহানাজ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদস সার্কেল ইয়াসির আরাফাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আয়েশা আক্তার লিলি।
চাঁদপুর সদর উপজেলার মোট ৪৮টি উচ্চ বিদ্যালয়ের ২৮৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই উপহার তুলে দেওয়া হয়।