শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় চাঁদপুরে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসার সভাপতিত্বে নাট্যকার ও সংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান, নাক কান গলা বিশেষজ্ঞ ঢাকা মেডিকেলর সাবেক সার্জন ডাঃ মোঃ আহসান উল্ল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেওলায়াত করেন আব্দুল খালেক।