শাহরাস্তিতে অসুস্থ হত দরিদ্রদের মাঝে ২৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক, শিক্ষার্থীদের মাঝে ৩শ ৩০ টি ট্যাব বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে উপজেলা প্রশাসন পরিসংখ্যান ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি পরিসংখ্যান অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. খলিলুর রহমানের সঞ্চালনার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বক্তব্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব সমূহ মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ এ উপঢৌকন তুলে দেওয়া হল।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা এই “ডিভাইজ (ট্যাবকে) কাজে লাগিয়ে বিশ্বায়নের যুগে উন্নত প্রযুক্তির সাথে পরিচিত হয়ে নিজের মেধাস্বত্বকে জাগ্রত করবে।
এতে তোমাদের প্রযুক্তি নির্ভর জীবন হবে উন্নত, তেমনি দেশ হবে সমৃদ্ধ। বর্তমানে বিশ্বে কর্মক্ষেত্রের বিশাল অংশেই আইটি নির্ভর।
ফলে আজকের এই উপহার অনেক মেধাবীকে জীবনের উন্নত সিঁড়ি বেয়ে উপরে উঠতে সহায়তা করবে। ওইদিন একই সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থানীয় সাংসদ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের ৪৯ জন অসুস্থ হতদরিদ্র ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করেন। ওইসময় তিনি আরো বলেন,প্রধানমন্ত্রীর এ অনুদান ও উপহার জীবন রক্ষায় ও ভবিষ্যতে গঠনে সহায়ক হবে।
পরে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার এ অনুদানের চেক সুবিধা ভোগি, শিক্ষার্থীদের হাতে ট্যাব ডিভাইজ গুলো তুলে দেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু ইসহাক, যুব উন্নয়ন কর্মকতা শামছুল আমিন, মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জিত চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে বাংলদেশ পরিসংখ্যান ব্যুারোর জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর প্রয়োজনের অতিরিক্ত ট্যাবলেট (ডিজিটাল ডিভাইজ) সমূহ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সারাদেশের মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রসা সমূহের নবম ও দশম শেণীর মেধাবী শিক্ষার্থীদের (শ্রেণী মেধাক্রম ১ম,২য়,৩য়) মাঝে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়, তারই ধারাবাহিকতায় উপজেলা পরিসংখ্যান অফিস ও উপজেলা ট্যাব বিতরণ কমিটি কতৃক শাহরাস্তি উপজেলার ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে (৩৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১ টি সমমানের মাদ্রাসা) মোট ৩৩০ জন শিক্ষার্থীর জন্য ট্যাব প্রদানের মঞ্জুরি দেওয়া হয়।
একই সময় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শাহরাস্তিতে ৪৯ জন রোগীর মাঝে অনুদানের চেক বিচরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।