শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতার গাড়িতে দুর্বৃত্তরা হামলা করে ১ কর্মীকে গুরুত্ব জখম করেছে।
গুরুতর আহত ওই কর্মী শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।
সোমবার রাতে শাহরাস্তি শুচিপাড়ার দক্ষিণ ইউপির আলীগের সভাপতি ও মনোহরপুর গ্রামের মৃত আব্দুল মজিদ পাটোয়ারীর পুত্র মোঃ আবুল বাশার পাটোওয়ারী ৬৩ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তার লিখিত অভিযোগ পত্র, সরজমিনে মৌখিক বক্তব্য, হাসপাতাল, স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বাসার পাটওয়ারী বাংলাদেশ মুক্তিসেনা উত্তরসূরি ফোরাম সভাপতিসহ দেশের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। ওই সুবাদে রবিবার বিকেলে নিজ বাড়ি থেকে তার নিজস্ব ইউনিয়নের রাগৈ উবির মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অতিথি হিসেবে যোগদানের জন্য রওনা দেন ।
ওই ইউপির কেশরাঙ্গা দক্ষিণ পাড়াস্থ পাটোয়ারী বাড়ীর ব্রিজ সংলগ্ন পাকা রাস্তা এলাকায় পৌঁছালে জনৈক রিকশাচালক তার গাড়ি ধীরে চলার অভিযোগ তুলে অকথ্য ভাষায় গালমন্দ দিয়ে ঘটনার সূত্রপাত করেন। ওই সময় গাড়িতে থাকা তার এক নিকট আত্মীয় সাইফুল আমিন মোল্লার পুত্র শরীফুল ইসলাম ২২ হামলাকারীদের গতিরোধ করার চেষ্টা চালালে দুর্বৃত্তরা তাকে বেদম প্রহার করে আহত করে। পরে খেলা শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটায় তিনি একই এলাকায় অতিক্রমের সময় তার কথায় পূর্ব থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ব্যবহৃত নিসান পাথফাইন্ডার ২০০৬ মডেলের ৪ হাজার সিসির হার্ডটপ ঢাকা মেট্রো-ঘ ১১-৭০৯০ জিপটির গতিরোধ করে গাড়িতে হামলা করে।
গাড়ির সামনের বনেট কাভার দেবে যায়। এতে গাড়ির ব্যাপক নষ্ট সহ তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ওই সময় কান্ডে মৃত নজিবুর রহমানের পুত্র মাহমুদুর রহমান রিপন ৪৫ নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালায়। মুহূর্তের মধ্যে ওই খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে উদ্ধারের জন্য জড়ো হয়।
হামলাকারীরা আরো ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা বাঁশ, কাঠ, লোহার রড, দা, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে আবুল হাশেমের পুত্র মেহেদী হাসান ২২ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এই ঘটনায় আওয়ামী লীগ নেতা আবুল বাশার ওইরাতেই সাতজনকে সাক্ষী মেনে এবং ১২ জনকে বিবাদী করে শাহরাস্তি থানায় একটি অভিযোগ জমা করেন বলে জানান।
অভিযুক্তরা হলেন,শাহাবুদ্দিনের পুত্র আব্দুল করিম ৩৮ মৃত জাকির হোসেনের পুত্র মাসুম রানা ২৮,কাশেম পাটোয়ারীর পুত্র রাসেল পাটোয়ারী ৩৫, শাহাবুদ্দিনের পুত্র রফিক হোসেন ২৫, শফিউল্লার পুত্র সাগর ২৫ . শাহাবুদ্দিনের পুত্র রনি ২২, মৃত জুনাব আলীর পুত্র পলাশ ৪০, মৃত জোলকার পাটোয়ারীর পুত্র শাখায়েত হোসেন ৩১, মাসুকের পুত্র মনির হোসেনের ২৫, মৃত গোফরানের পুত্র কাকন ৩২ , মাহমুদুর রহমান রিপন ৪৫, মোহসেনা আক্তার ফ্যান্সির পিতা মৃত নজিবুর রহমান। সর্ব সাং কেশরাঙ্গা উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির শাহরাস্তি চাঁদপুর নামে অভিযোগ দাখিল করেন।
তিনি আরো বলেন অভিযুক্তরা স্থানীয় দুর্বৃত।
এ প্রসঙ্গে বর্তমান ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল গণমাধ্যমকে বলেন, আমি এমন একটি ঘটনা শুনেছি, এটি দুঃখজনক।
ওই ইউপির আলীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন পাটোয়ারী বলেন দুর্বৃত্তদের নিবৃত্ত করতে এসে আমি নিজেই প্রাণশঙ্কায় পড়ি। এই ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায় নাই।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, দুই পক্ষ থেকে অভিযোগ এসেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।