চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হল।
১৭ জুলাই সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়েছে। তবে কিছু কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি থাকায় ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার (নৌকা), প্রাপ্ত ভোট ১৩ হাজার ৬, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ সেলিম হোসেন (লাঙ্গল) প্রাপ্ত ভোট ৪৩৬, স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল হক সরকার (নারিকেল গাছ) ৬ হাজার ৩৪৭ ও স্বতন্ত্র প্রার্থী আঃ ওয়াদুদ মাস্টার (মোবাইল) প্রাপ্ত ভোট ১ হাজার ৬৬৯।
৬ হাজার ৬৬৭ ভোটের ব্যবধানে ১৩ হাজার ৬ ভোট পেয়ে নৌকা প্রতীকে মোঃ আরিফ উল্লাহ সরকার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল হক সরকার নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৪৭ ভোট। সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।

এদিকে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি ছিল খুবই বেশি। তবে পুরুষ থেকে নারী ভোটার ছিল বেশি। ৮ বছর পর নির্বাচন হওয়ায় বেশ উৎসাহিত ছিল পৌরবাসী। প্রখর রোদেও লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পর ভোট দিতে পেরেছেন তারা। ভোটারদের অভিযোগ, খুবই ধীর গতিতে ভোট গ্রহণ হওয়ায় অনেক কস্ট করতে হয়েছে ভোটারদের।
তবে নির্বাচন কর্মকর্তারা জানান, ছেংগারচর পৌরসভায় এই প্রথম ইভিএমে ভোট হওয়ায় ভোটাররা ভোটিং সিস্টেমটা বুঝতে সময় নিয়েছে। তাই ভোট গ্রহণে ধীর গতি ছেল। তবে সব কেন্দ্রেই উপস্থিত সকল ভোটার ভোট দিতে পেরেছেন।
জানা গেছে, ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থী এবং ৩ টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সবুজ মিয়া, ২নং ওয়ার্ডে মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডে শাহজালাল মুফতী, ৫নং ওয়ার্ডে আঃ মান্নান বেপারী, ৬নং ওয়ার্ডে আমান উল্লাহ, ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে শাহজাহান মোল্লা ও ৯নং ওয়ার্ডে বোরহান উদ্দিন।
সংরক্ষিত কাউন্সিলর পদে ১.২.৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সালমা পাটোয়ারী (চশমা), ৪.৫.৬নং ওয়ার্ডে আকলিমা (আনারস) ও ৭.৮.৯নং ওয়ার্ডে নুরুন্নাহার (আনারস) নির্বাচিত হয়েছেন।