ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭.২৬ ভাগ, জিপিএ-৫ ২২৭

শাহরাস্তি উপজেলায় এবারের এসএসসি – ২০২৩ সালের  পরীক্ষায়  ৫টি কেন্দ্রে ৩৩টি  শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৯ শ ৩৬ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ২ হাজার ৫ শ ৬২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।এতে অকৃতকার্য হয় ৩ শ ৭৪ জন,যার  পাসের হার ৮৭.২৬ ভাগ। এতে জিপিএ-৫ পেয়েছে ২শ’২৭ জন। এদিকে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাগ্য জিপিএ -৫ জুটেনি।
***উপজেলায় সেরা ফলাফল করে যে সকল  শিক্ষা প্রতিষ্ঠান তারা হলো: শাহরাস্তি  সরকারি  বহুমুখী উচ্চ উবি’তে ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে সবাই  পাস করে, জিপিএ -৫ পায় ৩৩ জন,পাসের হার ১০০ভাগ। এরপর  খিলাবাজার স্কুল এন্ড কলেজে ১২৭ জনে ১২৬ শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ০৭ জন,পাসের হার ৯৯.২১ ভাগ। টামটা আর্দশ উবিতে ১১৬ জনে ১১৫  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ১৮ জন,পাসের হার ৯৯.১৪ ভাগ। বিজয়পুর  উবির ৮৭ জনে ৮৬  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ০২ জন,পাসের হার ৯৮.৮৯ ভাগ। উনকিলা উবির ৮৫ জনে ৮৪  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ১০ জন,পাসের হার ৯৮.৮২ ভাগ। জনতা উবির ৮৪ জনে ৮৩  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ০১ জন,পাসের হার ৯৮.৮১ ভাগ।
উয়ারুক রহমানিয়া  উবি ১৮৫ জনে ১৮২ শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ৪০ জন,পাসের হার ৯৮.৩৮ ভাগ। নিজমেহের মডেল পাইলট উবির১২৮জনে ১২৫ শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ৩৬ জন,পাসের হার ৯৭.৬৬ ভাগ। নোয়াগাঁও  উবির ৪৪ জনে ৪৩ জন শিক্ষার্থী পাস করে, পাসের হার ৯৭.৭৩ ভাগ।
***উপজেলায়  যে সকল বিদ্যালয় সন্তোষ  জনক ফলাফল করে তারা হলো : বাদিয়া এম হক উবি’র ৪৫ জনে ৪০ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ১জন, পাসের হার ৮৮.৮৯ ভাগ। বানিয়াচৌঁ জেবি উবি’র ১০২ জনে ৮৭জন, পাসের হার জিপিএ- ৫ পায়০১ জন,পাসের হার  ৮৫.২৯ভাগ, বলশীদ হাজী আকুব আলী উবি’র ৭২ জনে ৬৯ জন, জিপিএ-৫ পায় ০৯ জন, পাসের হার ৯৫.৮৯ ভাগ, ধামরা আদর্শ উবির ৪১ জনে ৩৫  জন, পাসের হার ৮৫.৩৭ ভাগ। দেবকরা মারগুবা ডঃ মোঃ শহিদুল্লাহ  উবি’র ৬৩ জনে ৬১ জন,  জিপিএ-৫ পায় ৪ জন , পাসের হার ৯৬.৮৩ ভাগ। ফটিকখিরা বালিকা উবির ৩৩ জনে ৩২ জন, জিপিএ-৫ পায় ৫ জন, পাসের হার ৯৬ ভাগ।  মেহের উবির ১১৬ জনে ১১১ জন, জিপিএ-৫ পায় ৫ জন, পাসের হার ৯৫.৬৯ ভাগ। চিতোষী আর এন্ড এম উবির ১৩২ জনে ১০৯ জন, জিপিএ-৫ পায় ৪ জন, পাসের হার ৮২.৮৫ ভাগ। পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির ৯৮ জনে ৯২  জন, জিপিএ-৫ পায়১৩ জন, পাসের হার ৯৩.৮৮ ভাগ ।
সূয়াপাড়া জিকে উবির ১৪৪ জনে ১৩৯ জন, জিপিএ-৫ পায় ০৭জন, পাসের হার ৯৬.৫৩ ভাগ।  ইছাপুরা আদর্শ উবির ৮৪ জনে ৮০জন, জিপিএ-৫ পায় ০৫ জন, পাসের হার ৯৫.২৪ ভাগ।  শাহরাস্তি মডেল উবির ২৬জনে ২৫জন, জিপিএ-৫ পায় ০১জন, পাসের হার ৯৬.১৫ভাগ, মৌলভী আকরাম আলী উবি’র ২১ জনে ১৭ জন,পাসের হার ৮০.৯৫।
‌**যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতার  দৌড়ে  ফলাফলে পিছিয়ে থাকে তারা হলো ,চেড়িয়ারা উবি ও কলেজ  ১০৬ জনে ৬৫ শিক্ষার্থী পাস করে,  জিপিএ-৫ পায় ৩ জন, পাসের হার ৬১.২৩ ভাগ,বেরনাইয়া উবির ৬৫ জনে ৪০ শিক্ষার্থী পাস করে,  পাসের হার ৬১.৫৪ ভাগ, চিতোষী মনিরা আজিম একাডেমীর ২৭ জনে ১৮ জন, পাসের হার ৬৬.৬৭  ভাগ,পঞ্চনগর উবির ৮৯ জনে ৬০ শিক্ষার্থী পাস করে ,জিপিএ-৫ পায় ২ জন পাসের হার ৬৭.০০ ভাগ, খেড়িহর আদর্শ উবির ৯২ জনে ৬২ শিক্ষার্থী, জিপিএ-৫ পায় ২ জন, পাসের হার ৬৭.৩৯ভাগ।উঘারিয়া ইউসি উবির ৭৪ জনে ৫১ শিক্ষার্থী পাস করে ,পাসের হার ৬৮.৯২ ভাগ।সূচীপাড়া উবির ১৭৪ জনে ১২২ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ০৫ জন, পাসের হার ৭০.১১ ভাগ।রাগৈ উবির  ১৪১জনে ১০৯ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ৮ জন, পাসের হার ৭৭.৩ ভাগ। দক্ষিণ সূচীপাড়া উবির ১১৩ জনে ৮৮শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ২জন, পাসের হার ৭৭.৮৮ ভাগ। ফরিদ উদ্দিন উবি’র ৬৯ জনে ৫৫ শিক্ষার্থী পাস করে জিপিএ-৫ পায় ৩ জন, পাসের হার ৭৯.৭১ ভাগ।
………………………………………………
শাহরাস্তিতে এসএসসি ভোকেশনাল পরীক্ষায়  পাসের হার ৯৫.০৬  ভাগ, জিপিএ-৫ পায় ০৭ জন  
……………………………………………..
এবার শাহরাস্তিতে ২০২৩ সালের এসএসসি ভোকেশনাল  পরীক্ষায়  ১টি কেন্দ্রে ২ টি বিদ্যালয়ের ৮১ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে  ৭৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।এতে অকৃতকার্য ০৪ জন, পাসের হার ৯৫.০৬ভাগ। জিপিএ-৫ পেয়েছে ০৭ জন। নিজমেহার মডেল পাইলট উ: বি: ৪৬  জনে ৪৪  শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ০৪ জন, পাসের হার ৯৫.৬৫ ভাগ। উয়ারুক রহমানিয়া উবির ৩৫ জনে ৩৩ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায়০৩  জন, পাসের হার ৯৪.২৯ ভাগ। এই ফলাফল প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন জানান, ফলাফলে  সন্তোষ জনক।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

শাহরাস্তিতে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭.২৬ ভাগ, জিপিএ-৫ ২২৭

আপডেট সময় : ১০:৩৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
শাহরাস্তি উপজেলায় এবারের এসএসসি – ২০২৩ সালের  পরীক্ষায়  ৫টি কেন্দ্রে ৩৩টি  শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৯ শ ৩৬ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে ২ হাজার ৫ শ ৬২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।এতে অকৃতকার্য হয় ৩ শ ৭৪ জন,যার  পাসের হার ৮৭.২৬ ভাগ। এতে জিপিএ-৫ পেয়েছে ২শ’২৭ জন। এদিকে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাগ্য জিপিএ -৫ জুটেনি।
***উপজেলায় সেরা ফলাফল করে যে সকল  শিক্ষা প্রতিষ্ঠান তারা হলো: শাহরাস্তি  সরকারি  বহুমুখী উচ্চ উবি’তে ১৩৭ জন শিক্ষার্থীর মধ্যে সবাই  পাস করে, জিপিএ -৫ পায় ৩৩ জন,পাসের হার ১০০ভাগ। এরপর  খিলাবাজার স্কুল এন্ড কলেজে ১২৭ জনে ১২৬ শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ০৭ জন,পাসের হার ৯৯.২১ ভাগ। টামটা আর্দশ উবিতে ১১৬ জনে ১১৫  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ১৮ জন,পাসের হার ৯৯.১৪ ভাগ। বিজয়পুর  উবির ৮৭ জনে ৮৬  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ০২ জন,পাসের হার ৯৮.৮৯ ভাগ। উনকিলা উবির ৮৫ জনে ৮৪  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ১০ জন,পাসের হার ৯৮.৮২ ভাগ। জনতা উবির ৮৪ জনে ৮৩  শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ০১ জন,পাসের হার ৯৮.৮১ ভাগ।
উয়ারুক রহমানিয়া  উবি ১৮৫ জনে ১৮২ শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ৪০ জন,পাসের হার ৯৮.৩৮ ভাগ। নিজমেহের মডেল পাইলট উবির১২৮জনে ১২৫ শিক্ষার্থী পাস করে জিপিএ -৫ পায় ৩৬ জন,পাসের হার ৯৭.৬৬ ভাগ। নোয়াগাঁও  উবির ৪৪ জনে ৪৩ জন শিক্ষার্থী পাস করে, পাসের হার ৯৭.৭৩ ভাগ।
***উপজেলায়  যে সকল বিদ্যালয় সন্তোষ  জনক ফলাফল করে তারা হলো : বাদিয়া এম হক উবি’র ৪৫ জনে ৪০ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ১জন, পাসের হার ৮৮.৮৯ ভাগ। বানিয়াচৌঁ জেবি উবি’র ১০২ জনে ৮৭জন, পাসের হার জিপিএ- ৫ পায়০১ জন,পাসের হার  ৮৫.২৯ভাগ, বলশীদ হাজী আকুব আলী উবি’র ৭২ জনে ৬৯ জন, জিপিএ-৫ পায় ০৯ জন, পাসের হার ৯৫.৮৯ ভাগ, ধামরা আদর্শ উবির ৪১ জনে ৩৫  জন, পাসের হার ৮৫.৩৭ ভাগ। দেবকরা মারগুবা ডঃ মোঃ শহিদুল্লাহ  উবি’র ৬৩ জনে ৬১ জন,  জিপিএ-৫ পায় ৪ জন , পাসের হার ৯৬.৮৩ ভাগ। ফটিকখিরা বালিকা উবির ৩৩ জনে ৩২ জন, জিপিএ-৫ পায় ৫ জন, পাসের হার ৯৬ ভাগ।  মেহের উবির ১১৬ জনে ১১১ জন, জিপিএ-৫ পায় ৫ জন, পাসের হার ৯৫.৬৯ ভাগ। চিতোষী আর এন্ড এম উবির ১৩২ জনে ১০৯ জন, জিপিএ-৫ পায় ৪ জন, পাসের হার ৮২.৮৫ ভাগ। পঞ্চগ্রাম আজিজুর রহমান উবির ৯৮ জনে ৯২  জন, জিপিএ-৫ পায়১৩ জন, পাসের হার ৯৩.৮৮ ভাগ ।
সূয়াপাড়া জিকে উবির ১৪৪ জনে ১৩৯ জন, জিপিএ-৫ পায় ০৭জন, পাসের হার ৯৬.৫৩ ভাগ।  ইছাপুরা আদর্শ উবির ৮৪ জনে ৮০জন, জিপিএ-৫ পায় ০৫ জন, পাসের হার ৯৫.২৪ ভাগ।  শাহরাস্তি মডেল উবির ২৬জনে ২৫জন, জিপিএ-৫ পায় ০১জন, পাসের হার ৯৬.১৫ভাগ, মৌলভী আকরাম আলী উবি’র ২১ জনে ১৭ জন,পাসের হার ৮০.৯৫।
‌**যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতার  দৌড়ে  ফলাফলে পিছিয়ে থাকে তারা হলো ,চেড়িয়ারা উবি ও কলেজ  ১০৬ জনে ৬৫ শিক্ষার্থী পাস করে,  জিপিএ-৫ পায় ৩ জন, পাসের হার ৬১.২৩ ভাগ,বেরনাইয়া উবির ৬৫ জনে ৪০ শিক্ষার্থী পাস করে,  পাসের হার ৬১.৫৪ ভাগ, চিতোষী মনিরা আজিম একাডেমীর ২৭ জনে ১৮ জন, পাসের হার ৬৬.৬৭  ভাগ,পঞ্চনগর উবির ৮৯ জনে ৬০ শিক্ষার্থী পাস করে ,জিপিএ-৫ পায় ২ জন পাসের হার ৬৭.০০ ভাগ, খেড়িহর আদর্শ উবির ৯২ জনে ৬২ শিক্ষার্থী, জিপিএ-৫ পায় ২ জন, পাসের হার ৬৭.৩৯ভাগ।উঘারিয়া ইউসি উবির ৭৪ জনে ৫১ শিক্ষার্থী পাস করে ,পাসের হার ৬৮.৯২ ভাগ।সূচীপাড়া উবির ১৭৪ জনে ১২২ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ০৫ জন, পাসের হার ৭০.১১ ভাগ।রাগৈ উবির  ১৪১জনে ১০৯ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ৮ জন, পাসের হার ৭৭.৩ ভাগ। দক্ষিণ সূচীপাড়া উবির ১১৩ জনে ৮৮শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ২জন, পাসের হার ৭৭.৮৮ ভাগ। ফরিদ উদ্দিন উবি’র ৬৯ জনে ৫৫ শিক্ষার্থী পাস করে জিপিএ-৫ পায় ৩ জন, পাসের হার ৭৯.৭১ ভাগ।
………………………………………………
শাহরাস্তিতে এসএসসি ভোকেশনাল পরীক্ষায়  পাসের হার ৯৫.০৬  ভাগ, জিপিএ-৫ পায় ০৭ জন  
……………………………………………..
এবার শাহরাস্তিতে ২০২৩ সালের এসএসসি ভোকেশনাল  পরীক্ষায়  ১টি কেন্দ্রে ২ টি বিদ্যালয়ের ৮১ জন শিক্ষার্থী  পরীক্ষায় অংশ গ্রহন করে। যার মধ্যে  ৭৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।এতে অকৃতকার্য ০৪ জন, পাসের হার ৯৫.০৬ভাগ। জিপিএ-৫ পেয়েছে ০৭ জন। নিজমেহার মডেল পাইলট উ: বি: ৪৬  জনে ৪৪  শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় ০৪ জন, পাসের হার ৯৫.৬৫ ভাগ। উয়ারুক রহমানিয়া উবির ৩৫ জনে ৩৩ শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায়০৩  জন, পাসের হার ৯৪.২৯ ভাগ। এই ফলাফল প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী রুহুল আমিন জানান, ফলাফলে  সন্তোষ জনক।