মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গত ২০ ডিসেম্বর সকাল ১১ টায় নারায়ণপুর বাজারে এসএম প্লাজায় এ ব্যাংক শাখার উদ্বোধন করা হয়।
আইএফআইসি ব্যাংকের কুমিল্লার গৌরিপুর শাখার ব্যবস্থাপক মো. এনামুল করিমের সভাপতিত্বে এবং নারায়ণপুর বাজার উপ-শাখার ইনচার্জ আব্দুল কাইয়ুম ভূঁইয়া ও যুবলীগ নেতা মো. ইসমাইল হোসেন মান্নান কাজীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মবিন সুজন প্রধান, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওমর ফারুক প্রধান, আইএফআইসি ব্যাংকের কচুয়া শাখার ব্যবস্থাপক উজ্জ্বল মজুমদার, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট সমাজ সেবক মো. সুলতান কাজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. ইকবাল হোসেন হাওলাদার, সাবেক ইউপি সদস্য মো. জাহিদুর রহমান জাহাঙ্গীর, বিশিষ্ট সমাজসেবক মো. জাহাঙ্গীর আলম প্রধান, মো. ওবায়দুল্লাহ সরকার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মতিউর রহমান মতিন হাজী, মনজু পাটোয়ারী, মো. জহিরুল ইসলাম কাজী, মাসুদ রানা, কাজী জামান, নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য মো. শাহীদ খালেদ প্রধান শামসু, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আলাউদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী উপস্থিত ছিলেন।