দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কচুয়া আসনের নৌকার প্রার্থী সমর্থনে কড়ইয়া ইউনিয়ন কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে কড়ইয়া ইউনিয়নের নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সনদ ও এতিখানার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু বকর মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী।
এসময় বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো.নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েল,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সোলাইমান মিয়াজী, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া,উপজেলা যুবলীগের সদস্য মো.রাসেদ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সুমন মিয়াজী প্রমুখ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা বক্তরা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত কচুয়া আসনের নৌকার প্রার্থী ড.সেলিম মাহমুদকে বিজয় করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে এক জোট হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েলকে সদস্য সচিব করে ইউনিয়ন কেন্দ্র কমিটি ঘোষনা করা হয়।