এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ চৌমুহনী বাজারে আগুনে পুড়ে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকানিরা।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। হটাৎ বেলা ৩ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন ৩টি দোকানের প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি জানান, অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে আমি জেনেছি এবং আগামী কাল আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।