মো. রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় শাহীনুর আক্তার (২১) নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের গৃহ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানা গেছে, উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের পুত্র রহমত আলীর সাথে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের বল্লারচর গ্রামের ভূইয়া বাড়ির ইব্রাহীমের মেয়ে শাহীনুর আক্তারের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।
শাহীনুরের শ্বাশুড়ী জয়গুন বিবি জানান, সকাল ৮টার দিকে ব্যক্তিগত কাজে পাশের বাড়িতে যাই। সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখি শাহীনুর ফ্যানের সাথে ঝুলে আছে। পরে এলাকাবাসীর সহযোগীতায় দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করি এবং থানা পুলিশকে খবর দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনুরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, শাহীনুর ও তার স্বামী রহমত আলীর মধ্যে বেশকিছু দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এনিয়ে শালিশ বৈঠকও বসেছে।
শাহীনুরের বাবা ই্রবাহীম জানান, আমার মেয়ে শাহীনুরের মৃত্যুর খবর পেয়ে থানায় এসেছি। কী কারণে সে আত্মহত্যা করেছে তা বোধগম্য নয়।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, শাহীনুরের লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।