লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারে পাটোয়ারী স’মিলে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত।
সোমবার (৮ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
২নং নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও বাজার সংলগ্ন পাটোয়ারী স’মিলে আগুনে উন্নত জাতের বিভিন্ন গাছ, (সেগুন,মেহগুনি, ইউ কালেক্টর ও রেন্ডি কড়ই) সহ প্রায় ২ লক্ষা টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যায় বলে জানায় মিলের প্রোপাইটর মো: জাকের হোসাইন পাটোয়ারী।
তিনি বলেন, আমি গত ৬ তারিখে পবিত্র ওমরা হজ্ব করে বাড়িতে এসেছি। আমার সাথে কারো ব্যক্তিগত বা রাজনৈতিক দূর সম্পর্কের লেশ মাত্রও নেই।
হালাল পন্থায় আমি দীর্ঘদিন যাবত এলাকায় ব্যবসা বানিজ্য করে আসছি। কারো সাথে কখনো দুই কথাও হয় নি। আমার উপর এমন জুলুমে আমি মর্মাহত ও ব্যথিত।
এবিষয়ে আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাচ্ছি।
এদিকে এমন প্রতিহিংসা পরায়ন ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।
দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।