ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লারের উদ্বোধন

কারাগার থেকে প্রশিক্ষণ নিয়ে বন্দীরা মুক্ত জীবনে সংসারে স্বাবলম্বী হয়েছে : জেলা প্রশাসক কামরুল হাসান

চাঁদপুর জেলা কারাগারের বন্দীদের জন্য চালু হয়েছে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র। কারাবন্দীরা মুক্তির পর যেন পুনরায় অপরাধে না জড়িয়ে রোজগার করে সংসারের হাল ধরতে পারেন, সে জন্য দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এখন থেকে বন্দীরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হতে পারবে।

Model Hospital

২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রে ও নিরক্ষর বন্দীদের গন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, কারাগারগুলো যেন প্রকৃতপক্ষে সংশোধনাগারে পরিণত করা যায়, সে জন্য কারা প্রশাসনকে যেমন সজাগ থাকতে হবে, তেমনি এখানে যাঁরা বন্দী আছেন, তাঁদেরও নতুন করে জীবন সাজানোর বিষয়ে উদ্যোগী হতে হবে। কারাগারে যেন আপনারা দক্ষ হয়ে উঠতে পারেন ও মুক্ত হয়ে সংসারের হাল ধরে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সে জন্য নানা ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। মুক্ত হওয়ার পর প্রয়োজনে আপনাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য উপকরণ প্রয়োজন, সেসব দিয়েও আপনাদের সহায়তা করা হবে।’

তিনি বলেন,কারাবন্দীরা মুক্ত হওয়ার পর তাঁদের প্রশিক্ষণের দক্ষতাকে যেন কাজে লাগাতে পারেন, সে জন্য বন্দীদের মুক্তির পর নারী ও পুরুষ বন্দীকে নানা সরঞ্জাম সহায়তা দেওয়া হয়। তাঁরা সবাই এখন মুক্ত জীবনে দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, কারাগারে সেলাই, তাঁত, নকশি কাঁথা, কার্পেন্টার, বাঁশ-বেতসহ বেশ কয়েকটি ট্রেডে বন্দীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ধর্মীয় শিক্ষা, সাক্ষরতা কর্মসূচিও চলমান। এখন নতুন করে জেন্টস পার্লার প্রশিক্ষণ কোর্স চালু করা হলো।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোঃ মোসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন, উপ-প্রশাসনিক কর্মকর্তা মোছলেহ উদ্দিন মজুমদার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

চাঁদপুর জেলা কারাগারে জেন্টস পার্লারের উদ্বোধন

কারাগার থেকে প্রশিক্ষণ নিয়ে বন্দীরা মুক্ত জীবনে সংসারে স্বাবলম্বী হয়েছে : জেলা প্রশাসক কামরুল হাসান

আপডেট সময় : ০৯:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪

চাঁদপুর জেলা কারাগারের বন্দীদের জন্য চালু হয়েছে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র। কারাবন্দীরা মুক্তির পর যেন পুনরায় অপরাধে না জড়িয়ে রোজগার করে সংসারের হাল ধরতে পারেন, সে জন্য দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। এখন থেকে বন্দীরা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বী হতে পারবে।

Model Hospital

২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রে ও নিরক্ষর বন্দীদের গন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, কারাগারগুলো যেন প্রকৃতপক্ষে সংশোধনাগারে পরিণত করা যায়, সে জন্য কারা প্রশাসনকে যেমন সজাগ থাকতে হবে, তেমনি এখানে যাঁরা বন্দী আছেন, তাঁদেরও নতুন করে জীবন সাজানোর বিষয়ে উদ্যোগী হতে হবে। কারাগারে যেন আপনারা দক্ষ হয়ে উঠতে পারেন ও মুক্ত হয়ে সংসারের হাল ধরে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, সে জন্য নানা ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো কাজে লাগিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলুন। মুক্ত হওয়ার পর প্রয়োজনে আপনাদের দক্ষতাকে কাজে লাগানোর জন্য উপকরণ প্রয়োজন, সেসব দিয়েও আপনাদের সহায়তা করা হবে।’

তিনি বলেন,কারাবন্দীরা মুক্ত হওয়ার পর তাঁদের প্রশিক্ষণের দক্ষতাকে যেন কাজে লাগাতে পারেন, সে জন্য বন্দীদের মুক্তির পর নারী ও পুরুষ বন্দীকে নানা সরঞ্জাম সহায়তা দেওয়া হয়। তাঁরা সবাই এখন মুক্ত জীবনে দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, কারাগারে সেলাই, তাঁত, নকশি কাঁথা, কার্পেন্টার, বাঁশ-বেতসহ বেশ কয়েকটি ট্রেডে বন্দীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ধর্মীয় শিক্ষা, সাক্ষরতা কর্মসূচিও চলমান। এখন নতুন করে জেন্টস পার্লার প্রশিক্ষণ কোর্স চালু করা হলো।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোঃ মোসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন, উপ-প্রশাসনিক কর্মকর্তা মোছলেহ উদ্দিন মজুমদার।