চাঁদপুর জেলা কারাগারে নিরক্ষর বন্দীদের প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এ সময় জেলা প্রশাসক বলেন, রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” বাংলাদেশ কারা বিভাগ এই ভিশনকে সামনে রেখে কারাগারগুলো সংশোধনাগার ও সেবামুলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। বাংলাদেশকে সমৃদ্ধ, উন্নত, আধুনিক রাষ্ট্রে পরিণত করার সোপান হলো শিক্ষা। আর শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে।
তিনি বলেন, প্রাথমিক ও ছহী কোরআন শিক্ষার পাশাপাশি আপনারা কারাগার থেকে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে মুক্ত হওয়ার পর প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজ নিজ সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন। আমাদের মূল লক্ষ্য কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসন করা।
চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোঃ মোসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন, জেলার মুহাম্মদ মুনীর হোসাইন।
উল্লেখ্য: বন্দীদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।