টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে এসে জামাল উদ্দিন (৪০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমা ময়দানে তাঁর মৃত্যু হয়।
মৃত জামাল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা চৌহদ্দীগ্রামের সাইফুল ইসলামের ছেলে।
মৃতের সঙ্গে থাকা আমির (দলনেতা) মনসুর রহমান বলেন, ‘বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাঁদের ৪০ জনের একটি জামাত টঙ্গীর ইজতেমা ময়দানে আসে। সন্ধ্যায় জামালসহ কয়েকজন সাথী রাতের খাবার প্রস্তুত করতে কাজ করছিলেন। এ সময় জামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা তাসমিন বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই জামাল উদ্দিনের মৃত্যু হয়।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’