জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সরকারের বিজয়ের গান গেয়ে ও নেট দুনিয়ায় প্রচার করে ইতিহাস গড়লেন সুনামগঞ্জের সাংবাদিক গীতিকার কণ্ঠশিল্পী রাজু আহমেদ রমজান।,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিংবা বিগত সংসদ নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ সরকারের বিজয় নিয়ে কোন গান গুগলে প্রচার হয়নি এর আগে গুগল সার্চ করে এ তথ্য পাওয়া গেছে। সাংবাদিক গীতিকার রাজু আওয়ামী লীগ সরকারের বিজয়ের গান প্রচার করে প্রথম ইতিহাস গড়েছেন নেট দুনিয়ায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র তুজাম্মেল হক টুটুল এ গানটি ভার্চুয়ালী শুভ উদ্বোধন করার কথা ছিল।। ইউটিউব চ্যানেল Jago Bangladesh এবং Raju Ahmed Romjan ফেইসবুক পেইজে গানটি প্রচার করা হয় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে। সাংবাদিক রাজু রচিত গানটি স্হানীয়ভাবে রেকর্ড করা হয়েছে। এর আগে দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে “ অভাবগ্রস্থ বাংলাদেশটা রোল মডেল হইয়া গেছে শেখ হাসিনা উন্নয়ন করছেন, হবে স্মার্ট বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা” শিরোনামে স্বরচিত গান নেট দুনিয়ায় প্রচার করেন তিনি।
গানের কথামালায় বর্ণিত হয়েছে বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদানের কথা। পাশাপাশি জাতির জনকের দেখা স্বপ্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাস্তবায়নের কথা। পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, ফ্লাইওভার-মেট্রোরেল, শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর অসামান্য অবদান, নির্যাতিত রোহিঙ্গাদের দেশে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের বিষয়টি গানে উঠে এসেছে।
গানে গানে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে গত ৩-৪ ডিসেম্বর বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শন শেষে সমাধিস্থল সংলগ্ন চত্বর, টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী আওয়ামী লীগ দলীয় কার্যালয়, বাস স্টেশন, কোটালিপাড়া উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পথসভায় গানটি প্রচার করে‘ গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) ঘুরে বেড়িয়েছেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিভৃতচারী শুভাকাঙ্ক্ষী সাংবাদিক গীতিকার রাজু আহমেদ রমজান।
উল্লেখ্য, জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন ও বাংলা খবর বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অর্পিত দায়িত্বপালন করছেন রাজু।
দৈনিক ভোরের কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, জাগো নিউজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে ইতিপূর্বে কাজ করেছেন তিনি।
সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রাজু ২০১৫ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট এবং ১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে দ্বিতীয়বার আর্থিক অনুদানপ্রাপ্ত হন তিনি।