ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কে কত ভোট পেলেন চাঁদপুরের তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। আর শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. মুকবুল হোসেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪ লাখ ১৭ হাজার ১১১ জন ভোটারের মধ্যে ১৩৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৪০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন।
তিনি ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট।
এছাড়াও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান পেয়েছেন ৬ হাজার ৮৭৯ ভোট, আনারস প্রতীকের প্রার্থী রাকিব মাঝি পেয়েছেন ৯ হাজার ৭৬০ ভোট এবং মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ৪ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।
হাজীগঞ্জ উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৯৪৯ জন ভোটারের মধ্যে ৮৮টি ভোট কেন্দ্রে ৫২ হাজার ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মো. জসিমউদ্দিন পেয়েছেন ২৫ হাজার ১৫ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আবু সুফিয়ান মজুমদার পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।
এদিকে শাহরাস্তি উপজেলার ২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৬৫ টি ভোট কেন্দ্রে ৫৮ হাজার ৯৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১৩ টি ভোট বাতিল হয়ে ৫৮ হাজার ৭৭৭ টি ভোট বেধ ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসির আরাফাত।
ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী মো. মুকবুল হোসেন। তিনি পেয়েছেন ৩২ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

কে কত ভোট পেলেন চাঁদপুরের তিন উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা

আপডেট সময় : ১২:২২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে শেষ হয়। জেলার এই তিন উপজেলার ২৮৭ টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এদিন রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন। হাজীগঞ্জ উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। আর শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মো. মুকবুল হোসেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলায় ৪ লাখ ১৭ হাজার ১১১ জন ভোটারের মধ্যে ১৩৪ টি ভোট কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৪০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট হুমায়ন কবির সুমন।
তিনি ৫০ হাজার ৪৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী পেয়েছেন ৩৫ হাজার ৩৫৩ ভোট।
এছাড়াও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নাজিম দেওয়ান পেয়েছেন ৬ হাজার ৮৭৯ ভোট, আনারস প্রতীকের প্রার্থী রাকিব মাঝি পেয়েছেন ৯ হাজার ৭৬০ ভোট এবং মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মিজানুর রহমান ৪ হাজার ৯১৬ ভোট পেয়েছেন।
হাজীগঞ্জ উপজেলায় ২ লাখ ৮৬ হাজার ৯৪৯ জন ভোটারের মধ্যে ৮৮টি ভোট কেন্দ্রে ৫২ হাজার ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজি। তিনি পেয়েছেন ২৬ হাজার ৫৮৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মো. জসিমউদ্দিন পেয়েছেন ২৫ হাজার ১৫ ভোট। এছাড়াও ঘোড়া প্রতীকের প্রার্থী মো. আবু সুফিয়ান মজুমদার পেয়েছেন ১ হাজার ২৬ ভোট।
এদিকে শাহরাস্তি উপজেলার ২ লক্ষ ৬ হাজার ২৪৪ জন ভোটারের মধ্যে ৬৫ টি ভোট কেন্দ্রে ৫৮ হাজার ৯৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২১৩ টি ভোট বাতিল হয়ে ৫৮ হাজার ৭৭৭ টি ভোট বেধ ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসির আরাফাত।
ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী মো. মুকবুল হোসেন। তিনি পেয়েছেন ৩২ হাজার ৬৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ২৬ হাজার ৯৮ ভোট।