শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসের আয়োজনে পরিষদমিলনআয়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
শাহরাস্তি সহকারী কমিশনার ( ভূমি)) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর সভাপ্রদানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশের ভূমি সংক্রান্ত সেবা এনালগ পদ্ধতি থেকে ডিজিটালাইজ করা হয়েছে। বর্তমানে ভূমি সংক্রান্ত এ সেবা জনগণের দ্বারপ্রান্তে রয়েছে চাইলেই এটি সহজে যে কেউ গ্রহণ করতে পারেন। প্রচলিত ভূমি আইনের সুষ্ঠ প্রয়োগ ও গ্রাহক পর্যায়ে এটিকে গ্রহণ করতে প্রয়োজন দৃষ্টিভঙ্গি ও সামাজিক বিভিন্ন অবক্ষয় থেকে নিজেদেরকে বদলে ফেলা। তাহলে কাঙ্খিত সেবা সহজিকরণ ও পেতে সহজ হবে। ফলে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন বদলে যাবে জনভোগান্তি।
আগামী প্রজন্ম ভূমি ব্যবস্থাপনায় সুন্দর একটি পরিবেশ দেখতে পাবে।
এসময় ইউনিয়ন (ভূমি) উপ-সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল ওয়াকিলের সঞ্চালনায় এতে সভাপ্রদানের বক্তব্য শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ভূমি সেবা সংক্রান্ত আইনের নানান বিষয়াদি নিয়ে মূল প্রবন্ধ ও বিস্তারিত তুলে ধরেন এবং সভার সমাপ্তি করেন।
এ সময় অন্যান্য অতিথি ছিলেন, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, যুব উন্নয়ন কর্মকতা শামছুল আমিন, শাহরাস্তি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শাহজাহান পাটোয়ারী, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আবু হাসান খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মদক্ষতার ভিত্তিতে উপজেলা রাজস্ব প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন-সমগ্র বছরজুড়ে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন কর আদায়কারী মো:মনির হোসেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, রাগৈ ইউনিয়ন ভূমি অফিস।
শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও একদিনে ২য় সর্বোচ্চ কর আদায়কারী আবদুল মান্নান মিয়া, সূচীপাড়া ইউনিয়ন ভূমি অফিস ও টামটা ইউনিয়ন ভূমি অফিস (অতিরিক্ত দায়িত্ব)। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ও একদিনে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়কারী সাহাদাত হোসাইন, পৌর ও মেহের (দ:) ইউনিয়ন ভূমি অফিস।
ভূমি উন্নয়ন কর সম্পর্কে সর্বোত্তম প্রচারকারী ও সেবাদানকারী মো: আবুল বাশার ইউনিয়ন ভূমি সহ-কারী কর্মকর্তা, সাহাপুর ইউনিয়ন ভূমি অফিস।
শ্রেষ্ঠ উদ্যোমী ভূমি উন্নয়ন কর আদায়কারী সমীর রঞ্জন বর্ধন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, সাহাপুর ইউনিয়ন ভূমি অফিস।
ভূমি উন্নয়ন কর আদায়ে অনন্য অবদান রাখায় সম্মাননা স্মারক প্রাপ্তরা হলেন- মো: আনোয়ার হোসেন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা, চিতোষী পূর্ব ইউনিয়ন ভূমি অফিস।
মাসুম বিল্লাহ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি অফিস।
আবদুল্লাহ আল ওয়াকিল, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, প্রসন্নপুর ইউনিয়ন ভূমি অফিস। মেহেদি হাসান, কম্পিউটার অপারেটর। উপজেলা (ভূমি) অফিস রাজস্ব প্রশাসনে কর্মরত ভূমি উন্নয়ন কর আদায় তথা সরকারের রাজস্ব আদায়ে অনন্য অবদান রাখায় অফিস সহকারীবৃন্দ সহ অন্যান্য কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শামীম হোসেন খান, কাউছার আলম, মাজহারুল ইসলাম, মো: কামাল হোসেন, মাহবুবব আলম, মহিবুল ইসলাম, মাহফুজুল হক, জসিম উদ্দিন, আফজাল হোসেন, সফি উল্লাহ, মহিন উদ্দিন, রবি উল আউয়াল, রাম প্রসাদ ত্রিপুরা, সুমন দাস।
একই সময় বদলিজনিত কারণে সম্মানওনার ক্রেষ্ট প্রদান করা হয় মাসুদূর রহমান, অবসর জনিত কারনে মোঃ নুরুল হক।
দিবসটি উপলক্ষে মেহের ডিগ্রী কলেজের ভূমি সেবা সপ্তাহ নিয়ে একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় তিনজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। তারা হলেন সাকিবুল হাসান, রাবেয়া আক্তার মুন্নি, শহীদুল ইসলাম।