টানা বৃষ্টি ও উজানের ঢলে বন্যার কবলে পড়েছে দেশের কয়েকটি জেলা ও উপজেলা। স্বরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীতে বন্যার্তদের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বন্ধন এর সদস্যরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) ফেনী শহর, ছাগলনাইয়া ও পশুরাম উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।
পাঁচটি প্যাকেজে ত্রাণ সামগ্রীর মধ্যে ১ম প্যাকেজে ছিল মুড়ি ১কেজি, বিস্কিট ৫০০ গ্রাম, চানাচুর ৫০০ গ্রাম, মোমবাতি ২পিস, কয়েল ২পিস, লাইটার ১পিস ও মিনারেল পানি ২ লিটার করে ৩ শতাধিক মানুষের মাঝে এই পণ্যগুলো দেয়া হয়।
২য় প্যাকেজে ছিল চাল ৩ কেজি, ডাল- ৫০০গ্রাম, তেল আধা লিটার, পেঁয়াজ ১কেজি, আলু ২কেজি, হলুদ ১০০গ্রাম, মরিচ ১০০গ্রাম ও মিনারেল পানি ৫ লিটার।
এছাড়াও ৩য় প্যাকেজে প্রয়োজনীয় ঔষধের মধ্যে নাপা এক্সট্রা, টাপনিল, ওমিডন, মোনাস-১০, ডক্সিভা-২০০, জিঙ্ক, স্যালাইন ও স্যানেটারী ন্যাপকিন।
৪র্থ প্যাকেজে আশ্রয়কেন্দ্রে থাকা দুই হাজার ব্যক্তির জন্য বিরিয়ানি বিতরণ করা হয়। সেই সাথে ৫ম প্যাকেজে ছোট বড় প্রায় দেড়শ মানুষের জন্য প্রয়োজনীয় জামা কাপড় বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
মানবতার বন্ধন সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান হৃদয় বলেন, আমাদের এই সংগঠনটি বিভিন্ন সময়ে, বিভিন্ন দুর্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এই সংগঠন মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকের এই ত্রাণসামগ্রী প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। এতে বন্যাকবলিত প্রায় আড়াই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন প্রকার শুকনা খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
তিনি আরো বলেন, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে মনের আত্মতৃপ্তি পেয়েছি৷ কারন আমরা নিজেরাই সকল ত্রাণ সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের এই মানবিক কাজে সংগঠন এবং সংগঠনের বাইরে এলাকাবাসী অনেকেই সহযোগিতা করেছেন। আমরা তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষ এবং মানবতার কল্যাণে আমাদের এসব কার্যক্রম চলমান থাকবে।
সংগঠনটির উপদেষ্টা মোবারক খান ও সভাপতি মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মানবতার বন্ধন সংগঠনের সদস্য নুর আলম খাঁন, আল আমিন মিজি, মো. রাজন, এমরান হোসেন, মিরন, রাজু, নাজমুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।