কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবর ও শাশুড়ির বিরুদ্ধে প্রবাসীর স্ত্রী ও শশুরকে মারধর ও হয়রানির অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের দরিয়া হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী ওই গ্রামের বেপারী বাড়ির প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী জান্নাত আক্তার ও তাঁর শশুর রফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বাদী জান্নাত আক্তারের স্বামী দেলোয়ারের সাথে তার ছোট ভাই রবিউল ইসলাম ও মা মিনয়ারা বেগমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিজমা নিয়ে স্বামী দেলোয়ারে প্রবাসে থাকায় বাদী জান্নাত আক্তারকে কারনে অকারনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কের মারধর ও নির্যাতন করেন দেবর রবিউল ও শাশুড়ি মিনয়ারা বেগম। গত শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিাবদী দেবর রবিউল ইসলাম ও শাশুড়ি মিনয়ারা বেগম দলবদ্ধ হয়ে বাদী জান্নাত আক্তারকে লাঠিসোঁটা নিয়ে মারধর করার জন্য বাড়ির পাশে দাদা শশুরের বাড়িতে হামলা করতে এগিয়ে আসলে বাদীর ডাকচিৎকারে বাড়ির পাশের লোকজন বাধা প্রদান করলে বাদীকে মারার হুমকি দেন বিবাদীগন।
অভিযোগে আরো উল্লেখ করেন, বিবাদী রবিউল ইসলাম ও মিনয়ারা বেগম বাদীর ঘরের প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে চলচলের রাস্তা অবরুদ্ধ করেন। পরে গ্রামের সালিশরা এসে বাদীর প্রবেশ পথের রাস্তা বেড়া উঠিয়ে দেন।
বাদী জান্নাত আক্তার বলেন, আমার স্বামী প্রবাসে থাকেন। আমার স্বামীর দখলীয় জায়গার উপর বিল্ডিং নির্মান করলে জোরপূর্বক ভাবে দেবর রবিউল ইসলাম ও শাশুড়ি মিনয়ারা বেগম দখল করতে চান। আমার দুইটি জমজ সন্তান রয়েছে। প্রতিনিয়ত বিবাদীগনরা আমার স্বামী প্রবাসে থাকার সুযোগ নিয়ে আমার উপর নানান ভাবে নির্যাতন,অত্যাচার ও মারধর করে আসছেন। আমার ছোট জমজ দুই সন্তানসহ আমাকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য হুমকি ধমকি প্রদান করছেন। আমার শশুর রফিকুল ইসলাম দেবর ও শাশুড়ির এই কর্মকান্ডের বিষয়ে ডাক দিলে উল্টো শশুরকে মারধর করে এবং বাড়ির থেকে বের করে দেন।
বিবাদী রবিউল ইসলামের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।