অত্যন্ত সুশৃঙ্খলভাবে ট্রাক প্রতীক পাওয়া নতুন দল “গণ অধিকার পরিষদ” (জিওপি) চাঁদপুর জেলা কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ অক্টোবর ) বাদ আছর মাইক্রো স্ট্যান্ড এলাকায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গন অধিকার পরিষদের সংগঠক সামিউল প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য মো.আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক কাদের খান, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক,মাহমুদুল হাসান, সাংবাদিক মো. জাকির হোসেন, কাজী রাসেল, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক মোঃ নুরনবী।
আলোচনা সভায় বক্তারা, সকলকে ধন্যবাদ জানিয়ে গন অধিকার পরিষদে (জিওপি) যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে একটি সত্যিকারের সফল গনতান্ত্রিক দল হিসেবে সচ্ছ, সুশৃঙ্খল, জনগনের অধিকার নিয়ে কথা বলা ও একটি সুস্থ সুন্দর নতুন বাংলাদেশ ও জাতি গঠনে আমরা বদ্ধ পরিকর এবং এরই লক্ষ্যে আমাদের প্রানের প্রতিক ট্রাক মার্কা নিয়ে গন অধিকার পরিষদের আত্মপ্রকাশ। তাই আসুন আমরা সকলে মিলে একটি সত্যিকারের সফল গনতান্ত্রিক দলকে শক্তিশালী করার লক্ষ্যে জনমত তৈরি করে জনগনের আশা আকাঙ্খা বাস্তবায়নে মিলেমিশে সুশৃঙ্খল জাতী গঠনে ভূমিকা রাখি। তাই সকলের প্রতি উদাত্ত আহবান আমাদের দলের এই গতি অবশ্যই ধরে রাখতে হবে। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক, মাওলানা নেয়ামত উল্লাহ।