মো: রাছেল : কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মোঃ ইবনে আল জায়েদ হোসেন। গত রবিবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিনি অফিসিয়াল ভাবে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
মোঃ ইবনে আল জায়েদ হোসেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মো: তোফাজ্জালের পুত্র ও ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডার নিয়োগপ্রাপ্ত হন।
তিনি নতুন কর্মস্থলে উপজেলাবাসীর সহযোগিতা কামান করেছেন। এবং ভূমি সংক্রান্ত যে কোন বিষয়ে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করতে জানিয়েছেন।
উল্লেখ্য, এসিল্যান্ড মাহমুদা কুলসুম মনি তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী হন।