স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে ট্রাক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আলীগঞ্জ বালুর মহলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে জানাযায়, ঘটনার দিন সকালে ট্রাকের হেলফার নিজেই গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই হেলফার নজরুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
হেলফার নজরুল ইসলাম শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিন ইউনিয়নের পরানপুর গ্রামের ভুঁইয়া বাড়ির বাসিন্দা।
গত একমাসে হাজীগঞ্জ-কুমিল্লা মহাসড়ক, কচুয়া-হাজীগঞ্জ মহাসড়ক, রামগঞ্জ-হাজীগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা প্রবণতা বেড়ে চলছে।