স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) নির্বাচনী এলাকার সাংসদ ডা.দীপু মনি’র বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যানের উদ্যােগে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে অংশ গ্রহন করেছেন।

২ফেব্রুয়ারী বুধবার বিকেলে মিছিলটি চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে স্টেডিয়াম রোড, মিশন রোড হয়ে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেত হন। পরে সেখান থেকে নেতৃবৃন্দ চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুন লিটুর সার্বিক তত্ত্বাবধানে, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন জাকির, সাবেক যুবলীগ নেতা মাহফুজুল কবির রাজু চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।