ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

হাজিগঞ্জ ও শাহরাস্তির ইউপি চেয়ারম্যানদের শপথ সম্পন্ন

সজীব খান : চাঁদপুর হাজিগঞ্জ ও শাহরাস্তি বিজয়ী ইউপি চেয়ারম্যানগন শপথ নিয়েছেন, বুধবার বেলা ১১টায় প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপত বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

Model Hospital

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিম তার বক্তব্য বলেন ইউনিয়ন পরিষদ এখন উন্নয়নের কেন্দ্র বিন্দু। তাই নব নির্বাচিত চেয়ারম্যানগন সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা সব সময় চাফের মুখে থাকে, জনগনকে নিয়ে জনপ্রতিনিধিরা কাজ করতে হচ্ছে, জনগনের সাথে জনপ্রতিনিধিরা আছে এবং, থাকবো। রাষ্ট্রের সকল কাজ ইউনিয়ন পরিষদে হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকের সকল সুবিধা ইউনিয়নেই হচ্ছে, তাই জনগনের সন্তুষ্ঠের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন বর্তমান সরকারের সময় প্রতিটি ইউনিয়নে সুন্দর ও স্বচ্চ নির্বাচন হয়েছে, জনগনের প্রত্যাক্ষ ভোটে চেয়ারম্যান ও মেম্বারগন নির্বাচন হয়েছে, তাই জনগনের আশার আলো হয়েই সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন চেয়ারম্যানগন সকলের জনপ্রতিনিধি, তাই কে কোন দলের, কে ভোট দেয়না, তা না ভেবে সকলের জন্য কাজ করতে হবে, শপতের পর থেকেই চেয়ারম্যানগন আপনারা আপনাদের দায়িত্ব নিতে পারবেন, তবে মেম্বারদের শপতের পর পুরো পরিষদ এক সাথে দায়িত্ব নিলে ভাল হবে, বর্তমান সরকার মহিলা সদস্যদেরকে ও সমান ভাবে মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের কথা বলেছে। তাই তাদেরকে ও যথা সমান মূল্যায়ন করে পরিষদের সকল কার্যক্রম করতে হবে।

তিনি বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত শক্তিশালী করতে হবে, গ্রাম্য আদালতের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম্য আদালতেন মামলা গুলো ন্যায় ভাবে সমাধারন করতে হবে। কোন প্রকার চাফ কিংবা হিংসাত্বক পরায়ণ নিয়ে বিচার কার্যক্রম করা যাবেনা।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিক ভাবে করতে হবে, গ্রাম্য আদালতকে সঠিক ভাবে পরিচালনা করতে হবে। পরিষদে নাগরিকের
ওয়ারিশান ও নাগরিক সনদ সঠিক ভাবে করতে হবে, ভুয়া ওয়ারিশান দিয়ে কাউকে পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবেনা, নাগরিকের তথ্য সঠিক ভাবে নিতে হবে। ইউনিয়নের ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্ধী, বয়স্কসহ সকল প্রকার কার্ড সঠিক লোকদের দিতে হবে, সরকারের উন্নয়নগুলো জনসমুক্ষে তুলে ধরতে হবে, ইউনিয়নের ডিজিটাল সেন্টারের সকল সেবাগুলো সঠিক ভাবে দিতে হবে, সকল সেবাগুলো যথাযত ভাবে পালন করতে হবে, সবাই যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে আমরা একটা সুন্দর চাঁদপুর সবাইকে উপহার দিতে পারবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দাউস হোসেন চৌধুরীর সভাপতিত্ব শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কালচো দক্ষিন ইউপি চেয়ারম্যান মানিক হোমেন প্রধানীয়া, শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউপি মোশারফ হোসেন।

অনুষ্ঠানে শপথ নেন ১নং রাজারগাঁও ইউনয়িনের আলহাজ্ব আ. হাদি মিয়া, ২নং বাকলিা ইউনয়িনের মজিানুর রহমান, ৩নং কালচােঁ উত্তর ইউনয়িনের মো. মানকি হোসনে প্রধানীয়া, ৪নং কালচােঁ দক্ষনি ইউনয়িনের মো. গোলাম মোস্তফা স্বপন, ৫নং হাজীগঞ্জ সদর ইউনয়িনের ইউসুফ প্রধানীয়া,৬নং বড়কুল র্পূব ইউনয়িনে মজবিুর রহমান, ৭নং বড়কুল পশ্চমি ইউনয়িনের নুরুল আমনি (হেলাল) মিজি, ৮নং হাটলিা র্পূব ইউনয়িনের মোস্তফান কামাল মজুমদার  ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনয়িনের কাজী নুরুর রহমান বেলাল ১০নং গর্ন্ধব্যপুর দক্ষণি ইউনয়িনের গিয়াসউদ্দনি বাচ্চু ১১নং হাটলিা পশ্চমি ইউনয়িনের আলহাজ্ব একএেম মজবিুর রহমান সুচিপাড়া উত্তর ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের মাহতাব উদ্দিন আহমদ হেলাল, চিতোষী পূর্ব ইউনিয়নের আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউনিয়নের জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মোঃ আঃ রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নের মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মেহের দক্ষিণ ইউনিয়নের মোঃ রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নের মোঃ ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউনিয়নের জহিরুল ইসলাম মানিক।

অনুষ্ঠান প্রশাসনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

হাজিগঞ্জ ও শাহরাস্তির ইউপি চেয়ারম্যানদের শপথ সম্পন্ন

আপডেট সময় : ০১:২৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

সজীব খান : চাঁদপুর হাজিগঞ্জ ও শাহরাস্তি বিজয়ী ইউপি চেয়ারম্যানগন শপথ নিয়েছেন, বুধবার বেলা ১১টায় প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপত বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

Model Hospital

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিম তার বক্তব্য বলেন ইউনিয়ন পরিষদ এখন উন্নয়নের কেন্দ্র বিন্দু। তাই নব নির্বাচিত চেয়ারম্যানগন সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। জনপ্রতিনিধিরা সব সময় চাফের মুখে থাকে, জনগনকে নিয়ে জনপ্রতিনিধিরা কাজ করতে হচ্ছে, জনগনের সাথে জনপ্রতিনিধিরা আছে এবং, থাকবো। রাষ্ট্রের সকল কাজ ইউনিয়ন পরিষদে হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিকের সকল সুবিধা ইউনিয়নেই হচ্ছে, তাই জনগনের সন্তুষ্ঠের জন্য কাজ করতে হবে।

তিনি বলেন বর্তমান সরকারের সময় প্রতিটি ইউনিয়নে সুন্দর ও স্বচ্চ নির্বাচন হয়েছে, জনগনের প্রত্যাক্ষ ভোটে চেয়ারম্যান ও মেম্বারগন নির্বাচন হয়েছে, তাই জনগনের আশার আলো হয়েই সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন চেয়ারম্যানগন সকলের জনপ্রতিনিধি, তাই কে কোন দলের, কে ভোট দেয়না, তা না ভেবে সকলের জন্য কাজ করতে হবে, শপতের পর থেকেই চেয়ারম্যানগন আপনারা আপনাদের দায়িত্ব নিতে পারবেন, তবে মেম্বারদের শপতের পর পুরো পরিষদ এক সাথে দায়িত্ব নিলে ভাল হবে, বর্তমান সরকার মহিলা সদস্যদেরকে ও সমান ভাবে মূল্যায়ন করার নির্দেশনা দিয়েছে , প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়নের কথা বলেছে। তাই তাদেরকে ও যথা সমান মূল্যায়ন করে পরিষদের সকল কার্যক্রম করতে হবে।

তিনি বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালত শক্তিশালী করতে হবে, গ্রাম্য আদালতের অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। গ্রাম্য আদালতেন মামলা গুলো ন্যায় ভাবে সমাধারন করতে হবে। কোন প্রকার চাফ কিংবা হিংসাত্বক পরায়ণ নিয়ে বিচার কার্যক্রম করা যাবেনা।

ইউনিয়ন পরিষদের কার্যক্রম সঠিক ভাবে করতে হবে, গ্রাম্য আদালতকে সঠিক ভাবে পরিচালনা করতে হবে। পরিষদে নাগরিকের
ওয়ারিশান ও নাগরিক সনদ সঠিক ভাবে করতে হবে, ভুয়া ওয়ারিশান দিয়ে কাউকে পরিবারের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবেনা, নাগরিকের তথ্য সঠিক ভাবে নিতে হবে। ইউনিয়নের ভিজিএফ, ভিজিডি, প্রতিবন্ধী, বয়স্কসহ সকল প্রকার কার্ড সঠিক লোকদের দিতে হবে, সরকারের উন্নয়নগুলো জনসমুক্ষে তুলে ধরতে হবে, ইউনিয়নের ডিজিটাল সেন্টারের সকল সেবাগুলো সঠিক ভাবে দিতে হবে, সকল সেবাগুলো যথাযত ভাবে পালন করতে হবে, সবাই যদি সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে আমরা একটা সুন্দর চাঁদপুর সবাইকে উপহার দিতে পারবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দাউস হোসেন চৌধুরীর সভাপতিত্ব শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কালচো দক্ষিন ইউপি চেয়ারম্যান মানিক হোমেন প্রধানীয়া, শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউপি মোশারফ হোসেন।

অনুষ্ঠানে শপথ নেন ১নং রাজারগাঁও ইউনয়িনের আলহাজ্ব আ. হাদি মিয়া, ২নং বাকলিা ইউনয়িনের মজিানুর রহমান, ৩নং কালচােঁ উত্তর ইউনয়িনের মো. মানকি হোসনে প্রধানীয়া, ৪নং কালচােঁ দক্ষনি ইউনয়িনের মো. গোলাম মোস্তফা স্বপন, ৫নং হাজীগঞ্জ সদর ইউনয়িনের ইউসুফ প্রধানীয়া,৬নং বড়কুল র্পূব ইউনয়িনে মজবিুর রহমান, ৭নং বড়কুল পশ্চমি ইউনয়িনের নুরুল আমনি (হেলাল) মিজি, ৮নং হাটলিা র্পূব ইউনয়িনের মোস্তফান কামাল মজুমদার  ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনয়িনের কাজী নুরুর রহমান বেলাল ১০নং গর্ন্ধব্যপুর দক্ষণি ইউনয়িনের গিয়াসউদ্দনি বাচ্চু ১১নং হাটলিা পশ্চমি ইউনয়িনের আলহাজ্ব একএেম মজবিুর রহমান সুচিপাড়া উত্তর ইউনিয়নের মোস্তফা কামাল মজুমদার, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের মাহতাব উদ্দিন আহমদ হেলাল, চিতোষী পূর্ব ইউনিয়নের আলম বেলাল, চিতোষী পশ্চিম ইউনিয়নের জোবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী উত্তর ইউনিয়নের মোঃ মোশারফ হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের মোঃ আঃ রাজ্জাক, মেহের উত্তর ইউনিয়নের মোঃ জহিরুল ইসলাম মজুমদার, মেহের দক্ষিণ ইউনিয়নের মোঃ রুহুল আমিন, টামটা উত্তর ইউনিয়নের মোঃ ওমর ফারুক দর্জি ও টামটা দক্ষিণ ইউনিয়নের জহিরুল ইসলাম মানিক।

অনুষ্ঠান প্রশাসনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।