নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (৫ মার্চ) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।
চাঁদপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে শাহরাস্তির কৃতি সন্তান ইস্কান্দার মিয়া সুমনকে নির্বাচিত করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের বিভিন্ন পদ-পদবী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মিয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতিতে পদার্পণ করেছিলাম। তার আদর্শ নিয়েই যেনো জীবনের শেষ পর্যায়ে যেতে পারি তার জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।
আমাকে চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত করায় মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম,বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এবং চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।