সজীব খান : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার রাখাল রাজা, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জম্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
১৭মার্চ বৃহস্পতিবার বাদ আছর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের অংশ গ্রহনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সদর উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কামরাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাথিল।
উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল খন্দকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, দপ্তর সম্পাদক সেলিম মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য জসিম তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির ঢালী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলী উল্লাহ মুন্সি, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লেয়াকত খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ তালুকদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদার সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও মুসুল্লিগণ।
দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন ছোটসুন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া।