নিজস্ব প্রতিনিধি : পবিত্র রমজানকে ঘিরে চাঁদপুরের হাজীগঞ্জে প্রায় ১৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে টিসিবির পন্য বিক্রয় চলছে।
২০ মার্চ রবিবার হাজীগঞ্জের কালচোঁ উত্তর ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার কার্ডধারীর মাঝে টিসিবি পণ্য বিক্রির মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
টিসিবির এসব পণ্যের মধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার তেল মাত্র ৪৬০ টাকার মাধ্যমে কার্ডধারীরা ক্রয় করতে দেখা যায়।
টিসিবির ডিলার মো. হাফিজ উদ্দিনের পক্ষে ছোট ভাই ইউসুফ বলেন, চিনি ৫৫, ডাল ৬৫, তৈল ১১০ টাকা ধরে মোট ৪৬০ টাকা প্রতি কার্ডে নেওয়া হচ্ছে।
কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, সোমবার আমার ইউনিয়নে ১৫৮৫ কার্ডধারীর মাঝে টিসিবির পণ্য গ্রহন করার লক্ষে সকল কার্যক্রম সম্পন্ন করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, উপজেলার ১৪৮২১ জন নিম্ন আয়ের মানুষকে টিসিবি পণ্য দিচ্ছি। শুধু মাত্র ফ্যামিলি কার্ড যারা পেয়েছেন তারাই এই টিসিবি পণ্য পাচ্ছেন। টিসিবি পণ্যসামগ্রী খাদ্য গুদামে সংরক্ষণ ও প্যাকেটজাতকরণ করা হয়েছে। যা আমরা সার্বক্ষণিক তদারকি করছি।