বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের উদ্যোগে এতিমদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) চাঁদপুর শহরের পুরান আদালত পাড়া মারেফুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এই আয়োজন করা হয়।
ইফতার পূর্ব দোয়া ও আলোচনায় বক্তব্য রাখেন ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবীর, বিএনপি নেতা আলমগীর খান, মাসুদ পাটোয়ারী। কাজী আবু শাহাদাত সায়েম।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী হুমায়ুন কবীর বলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমাদের নেতা আজম খানের উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। আজম খান ওলামায়ে কেরাম ও এতিম ছাত্রদের কাছে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন।
ইফতারের পূর্বে কুরআন খতম ও বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মারেফুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি’র নেতাকর্মী সাধারণ মানুষ।