ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের তিন শিক্ষার্থী নাবিলুর রহমান, নিয়ামত উল্লাহ এবং মাশরাফি আলম তৌফিক যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
নাবিলুর রহমান এবং নিয়ামত উল্লাহ দুইজনই বায়ো-কেমিস্ট্রি এন্ড মলিকুলার সাইন্স বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে। মাশরাফি আলম তৌফিক কুয়েটের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।
নাবিল, নিয়ামত ও তৌফিক বুহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সাথে দেখা করতে এলে তিনি তাদেরকে সাদরে গ্রহণ করে নেন। তিনি শিক্ষার্থীদের জড়িয়ে ধরে বলেন, ‘‘তোমরা চাঁদপুর সরকারি কলেজের গর্ব, এ কলেজের অহংকার। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পাস করার পর ভাল কোথাও ভর্তি হোক, ভাল জায়গায় প্রতিষ্ঠিত হোক। শিক্ষক হিসেবে এইটুকুই আমাদের চাওয়া।’’ গতবছর এবং এ বছর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এ ভর্তি হয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হবে বলে অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ অভিমত ব্যক্ত করেন।
এইচএসসিতে ভাল রেজাল্ট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং ভাল বিষয় পাওয়ায় শিক্ষার্থীত্রয় কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানান। করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম তাদের জন্য ভাল ফল দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাওয়া এবং দেশের সুনাগরিক হিসেবে জনগণের সেবা করার ইচ্ছা ব্যক্ত করেন। এ জন্য চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
এ সময় কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সেলিম উপস্থিত ছিলেন।