গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাছিনা খাতুনের শেষ কর্ম দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারেফ হোসেন, সাবেক সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক মোঃ শহিদ উল্লাহ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, সাবেক সিনিয়র শিক্ষক সুরাইয়া আক্তার, বিদায়ী শিক্ষক হাছিনা খাতুন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ নাছির হোসেন, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি আবদুর জলিল সরকার, প্রাক্তন ছাত্র ও পিটিআই সদস্য পলাশ কুমার দে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য মোঃ হোসেন শেখ, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য মোঃ মোজাম্মেল হক পাটওয়ারী, পিটিআই সদস্য মোঃ কাকন খান প্রমুখ।