স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের উদ্যােগে জন্মের ৪৫ দিনের মধ্য সরকারের ঘোষনা অনুযায়ী ফ্রিতে জন্ম নিবন্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে, ইউপি চেয়ারম্যান ও সচিবদের তত্ত্ববধায়নে ওয়ার্ড সদস্যদের সার্বিক সহযোগীতায় ৪৫ দিনের মধ্য নিবন্ধন শতভাগ করা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার জন্মের ৪৫ দিনের মধ্য শিশুর জন্মনিবন্ধন তুলে দেন ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন। এ সময় ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হাজী, সোহাগ পাটওয়ারি, জিয়াউর রহমান তপদার, ইব্রাহীম তালুকদার, মহিলা সদস্য ফিরোজা বেগম, লাকি বেগম উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু জানান, জন্মের ৪৫ দিনের মধ্য শাহমাহমুদপুর ইউনিয়নে শতভাগ জন্মনিবন্ধন বাস্তবায়ন করার জন্য প্রতিটি ওয়াডে, ওয়ার্ডে গ্রাম পুলিশদের বাড়ি বাড়ি গিয়ে শিশুর জন্মের তালিকা করে পরিষদে নিয়ে আসার জন্য বলা হয়েছে, ৪৫ দিনের মধ্য শিশুর জন্মনিবন্ধনের বিষয়টি জোরদার করা হয়েছে গ্রাম পুলিশদের কার্যক্রম, এটা অব্যাহত থাকবে।