শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন প্রশিক্ষিত শিক্ষক ও উপযুক্ত পরিবেশের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে।
অভিভাবকরা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন ও স্বশিক্ষায় শিক্ষিত করে উন্নত দেশ গঠনে ভূমিকা রাখবেন।
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ১শত ৪৮ মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের নতুন ভবনের উদ্বোধন কালে এ কথাগুলো বলেন।
তিনি বলেন শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই নতুন নতুন বিদ্যালয়ের ভবন তৈরি হচ্ছে, শেখ হাসিনার ক্ষমতা আছে বলেই শিক্ষকের প্রশিক্ষণ ব্যবস্থা রয়েছে ও শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব হচ্ছে। বছরের প্রথম দিন বিনামুল্যে বই বিতরণ সহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন শেখ হাসিনার ক্ষমতা রয়েছে বলেই সম্ভব হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামগত উন্নয়ন প্রকল্পের চারতলা ভিত্তিপ্রস্তরকৃত ভবনের প্রথম পর্যায়ের নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালের এ কথাগুলো বলেন।
মধ্য আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর সরকারের পরিচালনায় অনুষ্ঠানে এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাই চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক ভুঁইয়া, সহ-সভাপতি সাইদুর ইমলাম সাজু খান, সাংগঠিনিক সম্পাদক নয়ন মাষ্টার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মামুন মাল, শাহ আলম গাজী, মাহবুব গাজী, সদস্য সোহাগ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসেন আহমেদ।