ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

শাহতলী ও ভরঙ্গাচরের মধ্যকার বিরোধ নিষ্পত্তি

বুধবার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রাম ও ভরঙ্গাচর গ্রামের মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপুর্ন সমাধানের লক্ষ্যে এক বৈঠক সভাপতিত্ব করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রাম ও ভরঙ্গাচর গ্রামে ঈদুল ফিতরের পরের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাজার রোডে দু’পক্ষের মধ্যে মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপুর্ন সমাধান করা হয়েছে । এতে করে দুপক্ষ বিশেষ করে শাহতলীর বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক নুরু গাজীগং ও ভরঙ্গাচরের সমাজসেবক ও রাজনীতিবিদ মালেক হোসেন মুন্না গংরা বিষয়টি স্বাগত জানিয়েছে এবং একমত পোষন করেছেন ।

Model Hospital

বুধবার (১০ মে ) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর আহবানে এবং সভাপতিত্বে তাৎক্ষনিক সীমিত পরিসরে সালিশী বৈঠকে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের গন্যমান্যবক্তিবর্গের মধ্যে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো: কামাল হোসেন লালু,বিশিষ্ট সমাজসেবক ও ১ম শ্রেনীর ঠিকাদার রাজনীতিবিদ মো: বাকের খন্দকার ,শাহতলীর সাবেক মেম্বার রাজনীতিবিদ মো: সফিক কারী ,শাহতলীর সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম খান , ভরঙ্গাচরের সমাজসেবক শাহআলম খান প্রমুখ ।

বৈঠকে দুপক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং এলাকায় শান্তিপুর্ন সহঅবস্থান বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয় । চাঁদপুর মডেল থানায় চলমান দু’পক্ষের মধ্যে দাখিলকৃত অভিযোগ আপোষমূলে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । সেই সাথে এলাকায় জুয়ারী, মাদক সেবনকারী ,মাদক বিক্রিকারীদের সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় । এসব অপরাধীদের আইনের হাতে সোর্পদ করারও সিদ্ধান্ত নেওয়া হয় । বেঠকের যাবতীয় সিদ্ধান্ত এবং কোন পক্ষ ভবিষতে কোন রকম বিরোধে জড়াবে না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন । দু’পক্ষের নেতৃত্বে দেন শাহতলীর সমাজসেবক জহিরুল হক নুরু গাজীগং ও ভরঙ্গাচরের সমাজসেবক ও রাজনীতিবিদ মালেক হোসেন বেপারী মুন্না গংরা ।

বৈঠকে দু’পক্ষের বিরোধ সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে সমাধান করায় এর উদ্যোগক্তা শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতিসন্তান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী মহোদয়কে উপস্থিত গন্যমান্যব্যক্তিবর্গ ও দু’গ্রামের জনগন ধন্যবাদ জানান ।

এদিকে বৈঠকে শান্তিপুর্ন সমাধানের জন্য সার্বিক সহযোগিতায় করায় চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ ও এসআই কুদ্দুসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

শাহতলী ও ভরঙ্গাচরের মধ্যকার বিরোধ নিষ্পত্তি

আপডেট সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী গ্রাম ও ভরঙ্গাচর গ্রামে ঈদুল ফিতরের পরের দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাজার রোডে দু’পক্ষের মধ্যে মধ্যকার বিরোধ নিষ্পত্তি এবং শান্তিপুর্ন সমাধান করা হয়েছে । এতে করে দুপক্ষ বিশেষ করে শাহতলীর বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক নুরু গাজীগং ও ভরঙ্গাচরের সমাজসেবক ও রাজনীতিবিদ মালেক হোসেন মুন্না গংরা বিষয়টি স্বাগত জানিয়েছে এবং একমত পোষন করেছেন ।

Model Hospital

বুধবার (১০ মে ) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদীর আহবানে এবং সভাপতিত্বে তাৎক্ষনিক সীমিত পরিসরে সালিশী বৈঠকে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের গন্যমান্যবক্তিবর্গের মধ্যে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মো: কামাল হোসেন লালু,বিশিষ্ট সমাজসেবক ও ১ম শ্রেনীর ঠিকাদার রাজনীতিবিদ মো: বাকের খন্দকার ,শাহতলীর সাবেক মেম্বার রাজনীতিবিদ মো: সফিক কারী ,শাহতলীর সমাজসেবক ও রাজনীতিবিদ জাহাঙ্গীর আলম খান , ভরঙ্গাচরের সমাজসেবক শাহআলম খান প্রমুখ ।

বৈঠকে দুপক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং এলাকায় শান্তিপুর্ন সহঅবস্থান বজায় রাখার সিদ্ধান্ত গৃহীত হয় । চাঁদপুর মডেল থানায় চলমান দু’পক্ষের মধ্যে দাখিলকৃত অভিযোগ আপোষমূলে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । সেই সাথে এলাকায় জুয়ারী, মাদক সেবনকারী ,মাদক বিক্রিকারীদের সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় । এসব অপরাধীদের আইনের হাতে সোর্পদ করারও সিদ্ধান্ত নেওয়া হয় । বেঠকের যাবতীয় সিদ্ধান্ত এবং কোন পক্ষ ভবিষতে কোন রকম বিরোধে জড়াবে না মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন । দু’পক্ষের নেতৃত্বে দেন শাহতলীর সমাজসেবক জহিরুল হক নুরু গাজীগং ও ভরঙ্গাচরের সমাজসেবক ও রাজনীতিবিদ মালেক হোসেন বেপারী মুন্না গংরা ।

বৈঠকে দু’পক্ষের বিরোধ সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে সমাধান করায় এর উদ্যোগক্তা শাহমাহমুদপুর ইউনিয়নের কৃতিসন্তান দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান সোহেল রুশদী মহোদয়কে উপস্থিত গন্যমান্যব্যক্তিবর্গ ও দু’গ্রামের জনগন ধন্যবাদ জানান ।

এদিকে বৈঠকে শান্তিপুর্ন সমাধানের জন্য সার্বিক সহযোগিতায় করায় চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ ও এসআই কুদ্দুসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে ।