ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পশ্চিম হোসেনপুরে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। পশ্চিম হোসেনপুর গ্রামের মনির হসেন মাল গংদের সম্পত্তি দখলের পায়তারা চলছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।
জানা যায় হোসেনপুর গ্রামের মৃত জলিল মালের ছেলে বজু মাল (৬২),বজু মালের ছেলে আল আমিন মাল (২৪), মমিন মাল (৩০),নুরুল হক মালের ছেলে মজিব মাল (৪৭) মৃত  খালেক মাল গংদের সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।
মনির হোসেন মাল তাদের সম্পত্তির  চাষাবাদের জন্য গেলে বজু মালগং বিভিন্নভাবে বাধা, হুমকি-ধমকি দিয়ে আসছে।এমনকি জমিতে গেলে হালের চাষাবাদের মিশিন উঠিয়ে দিচ্ছে। রবিবার মনির হোসেন মাল তাদের সম্পত্তিতে হাল চাষ করতে গেলে বজু মাল তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধোর করে। পরে মনির মাল উপায়ান্তর না পেয়ে  ৯৯৯ ফোন করলে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যার যেখানে অবস্থান সেখানে চাষাবাদ করার জন্য নির্দেশ প্রদান করেন।
মৃত খালেক মালের ছেলে মনির হোসেন মাল জানান, বজু মালগং দীর্ঘদিন যাবত অযৌক্তিকভাবে আমাদের কাছে ৩০শতাংশ সম্পত্তি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে স্থানীয় ভাবে বসে উভয়ের কাগজ পত্র দেখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। পরে উভয়ের  কাগজপত্র নিয়ে বসে দেখা যায় উল্টো বজু মালগং  পৌনে ২৪ সম্পত্তি বেশি  দখল করে আছে। সে সম্পত্তি ছাড়া তো দূরের কথা সে উল্টো আমাদের সম্পত্তি দখলের জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছে।
বর্তমানে মনির হোসেন মাল বজু মাল গংদের কারনে চরম নিরাপত্তাহীনতায় আতংকে রয়েছে, এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো পড়ুন  আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদারের যোগদান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৪০ বছর বাইসাইকেলে চড়া শিক্ষক বিদায় নিলেন ফুলের গাড়িতে

error: Content is protected !!

পশ্চিম হোসেনপুরে জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা

আপডেট সময় : ০১:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পশ্চিম হোসেনপুর গ্রামের জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা অভিযোগ উঠেছে। পশ্চিম হোসেনপুর গ্রামের মনির হসেন মাল গংদের সম্পত্তি দখলের পায়তারা চলছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।
জানা যায় হোসেনপুর গ্রামের মৃত জলিল মালের ছেলে বজু মাল (৬২),বজু মালের ছেলে আল আমিন মাল (২৪), মমিন মাল (৩০),নুরুল হক মালের ছেলে মজিব মাল (৪৭) মৃত  খালেক মাল গংদের সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রয়েছে।
মনির হোসেন মাল তাদের সম্পত্তির  চাষাবাদের জন্য গেলে বজু মালগং বিভিন্নভাবে বাধা, হুমকি-ধমকি দিয়ে আসছে।এমনকি জমিতে গেলে হালের চাষাবাদের মিশিন উঠিয়ে দিচ্ছে। রবিবার মনির হোসেন মাল তাদের সম্পত্তিতে হাল চাষ করতে গেলে বজু মাল তাদের উপর ক্ষিপ্ত হয়ে মারধোর করে। পরে মনির মাল উপায়ান্তর না পেয়ে  ৯৯৯ ফোন করলে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ মজিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যার যেখানে অবস্থান সেখানে চাষাবাদ করার জন্য নির্দেশ প্রদান করেন।
মৃত খালেক মালের ছেলে মনির হোসেন মাল জানান, বজু মালগং দীর্ঘদিন যাবত অযৌক্তিকভাবে আমাদের কাছে ৩০শতাংশ সম্পত্তি দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে স্থানীয় ভাবে বসে উভয়ের কাগজ পত্র দেখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। পরে উভয়ের  কাগজপত্র নিয়ে বসে দেখা যায় উল্টো বজু মালগং  পৌনে ২৪ সম্পত্তি বেশি  দখল করে আছে। সে সম্পত্তি ছাড়া তো দূরের কথা সে উল্টো আমাদের সম্পত্তি দখলের জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করছে।
বর্তমানে মনির হোসেন মাল বজু মাল গংদের কারনে চরম নিরাপত্তাহীনতায় আতংকে রয়েছে, এজন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরো পড়ুন  আশিকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিদারের যোগদান