ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সভাপতিত্বে বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগণ আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন।
তিনি বলেন, তোমরা আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা দিবে। আজকে তোমাদের সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের কাছে আমাদের আশা তোমরা ভাল ভাবে পরীক্ষা দিয়ে এ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করবে। আক্কাস আলী রেলওয়ে একাডেমীর ফলাফল যেন ভাল হয় সে দিকে দৃষ্টি রেখে তোমরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। তোমাদের সকল শিক্ষকরা পরীক্ষার যাবতীয় নিয়ম কানুন বলে দিয়েছে। সেই নিয়মকানুন মেনে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে তোমরা পরীক্ষায় কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করবে না। যে প্রশ্নটি তুমি পারবে সেই প্রশ্নটির উত্তর আগে লিখবে। আমি তোমাদের সাফল্য কামনা করি। রেজাল্ট ভালো হলে তোমাদের কে পুরস্কৃত করব। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে- মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর শহীদ যাবে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, রেলওয়ে আক্কাছ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, সহকারী শিক্ষক বদরুন্নেছা বিথি, শাহাদাত হোসেন, শিউলি রানী আচার্যী, সায়মা আহমেদ চৌধুরী, ইমরান হোসাইন, জাকির হোসেন গাজী, জায়েদ ইমতিয়াজ ও দিলীপ কুমার দেবনাথ।
মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন।
এবারের এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীতে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেনের সভাপতিত্বে বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল।
তিনি বলেন, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে। পরীক্ষায় প্রতিটি প্রশ্ন লিখবে। বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখতে হবে। ভালো রেজাল্ড করতে হবে। বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে হবে। আর অভিভাবকগণ আপনাদের সন্তানদের ভালো গাইড দেবেন।
তিনি বলেন, তোমরা আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা দিবে। আজকে তোমাদের সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের কাছে আমাদের আশা তোমরা ভাল ভাবে পরীক্ষা দিয়ে এ বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। পড়া লেখার পাশাপাশি খেলাধুলা করবে। আক্কাস আলী রেলওয়ে একাডেমীর ফলাফল যেন ভাল হয় সে দিকে দৃষ্টি রেখে তোমরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবে। তোমাদের সকল শিক্ষকরা পরীক্ষার যাবতীয় নিয়ম কানুন বলে দিয়েছে। সেই নিয়মকানুন মেনে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। তবে তোমরা পরীক্ষায় কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করবে না। যে প্রশ্নটি তুমি পারবে সেই প্রশ্নটির উত্তর আগে লিখবে। আমি তোমাদের সাফল্য কামনা করি। রেজাল্ট ভালো হলে তোমাদের কে পুরস্কৃত করব। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে- মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর শহীদ যাবে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, বিদ্যালয়ের উন্নয়ন কমিটির সদস্য সেলিম রেজা, রেলওয়ে আক্কাছ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা রহমান, সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম, সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ পাটোয়ারী, মরিয়ম বেগম, ফেরদৌসী সুলতানা, তানিয়া জেসমিন, সহকারী শিক্ষক বদরুন্নেছা বিথি, শাহাদাত হোসেন, শিউলি রানী আচার্যী, সায়মা আহমেদ চৌধুরী, ইমরান হোসাইন, জাকির হোসেন গাজী, জায়েদ ইমতিয়াজ ও দিলীপ কুমার দেবনাথ।
মিলাদ অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমরান হোসেন।
এবারের এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।