মেঘনা পাড়ের বাতিঘর চাঁদপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয়: প্রেক্ষাপট জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক সেমিনার কলেজের রাজু ভবনের হিসাববিজ্ঞান বিভাগীয় কক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ বেদারুল আলমের সভাপতিত্বে প্রভাষক মোহাম্মদ মহিবুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহকারী অধ্যাপক মহসীন শরীফ। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান।
সকল বক্তাই মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, একুশের চেতনা, আমাদের স্বাধীকার অর্জনে ৫২-এর ২১ ফেব্রুয়ারির প্রভাব, বাঙালির আত্ম-পরিচয় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
সেমিনার শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগের অন্তঃবর্ষ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুর¯কার তুলে দেন কলেজ-উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম আমন্ত্রিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।