জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ৩৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চলতি বছরের গত ফেব্রুয়ারী মাসে চাঁদপুরের আট উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এই অধিদপ্তর।
জানা যায়, গত ১ মাসে চাঁদপুর জেলা শহর সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন বাজারে ১৪টি অভিযান পরিচালনা করে ৩৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করেন সরকারি এই দপ্তরটি। উক্ত এই অভিযানগুলো পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
নুর হোসেন রুবেল বলেন, জেলা পর্যায়ে নিত্যপণ্য, ঔষধ, বেকারী পণ্য, ফল, মিষ্টির মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ উৎপাদন কারখানাগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।
সেই সাথে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়া হয়েছে। তবে উক্ত অভিযানগুলোতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন চাঁদপুর জেলা পুলিশ সহ বিভিন্ন থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা।
ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে।