চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) উপজেলার মোহনপুরে এমপির বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. নাছির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পুত্রবধু প্রয়াত আ’লীগ নেতা সাজেদুল হোসেন দিপু’র সহধর্মিনী চাঁদপুর জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীনা, তাঁর পুত্র আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, দৌহিত্র আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি’সহ সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাঁদপুর জেলা আ’লীগ ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, ইসলাম শন্তির ধর্ম। রমজান মানুষকে পরিশুদ্ধ করার মাস।
এ মাসের ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশি। তাই রজমান মাসে ধর্মপ্রিয় মুসলমানদের সব ধরনের সংযম করতে হয়।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আর এ সব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐক্লান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়ন হচ্ছে। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।