নোমান হোসেন আখন্দ : ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১,চাঁদপুর জেলার ১ম থেকে ৪র্থ ধাপ পর্যন্ত নির্বাচিত চেয়ারম্যানদের বয়স বিশ্লেষনে চাঁদপুর জেলার সর্বকনিষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান শাহরাস্তির মেহার উত্তর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মজুমদার।
গত ২৬ ডিসেম্বর রবিবার ৪র্থ ধাপে অনুষ্ঠিত শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো: জহিরুল ইসলাম মজুমদার ( আনারস) প্রতিক নিয়ে ২ হাজার ৯ শত ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্ধী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মো: মনির হোসেন ( নৌকা) প্রতিক নিয়ে পান ১১ শত ৯৩ ভোট। প্রায় ১ হাজার ৭ শত ৮৯ ভোটের ব্যবধানে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থীকে পরাজিত করে বিপুল ভোটের ব্যবধানে জহিরুল ইসলাম মজুমদার চেয়ারম্যান নির্বাচিত হন।
নির্বাচনে ৫ জন প্রার্থীকে পরাজিত করে জহিরুল ইসলাম মজুমদার বিপুল ভোটের ব্যবধানে এ বিজয় অর্জন করেন। উল্লেখ্য, হলফনামা ও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মো: জহিরুল ইসলাম মজুমদার ১৯৮৮ সালের ১২ ই মার্চ শাহরাস্তি উপজেলার মেহার উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ মজুমদার বাড়ীতে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মো: খোরশেদ আলম, মাতার নাম: সাদিয়া বেগম। জহিরুল ইসলাম মজুমদার ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। তিনি ব্যাক্তি জীবনে ৩ পুত্র সন্তানের জনক। জহিরুল ইসলাম মজুমদার দীর্ঘ ৫ বৎসর যাবৎ অবহেলিত মেহের উত্তর ইউনিয়ন বাসীর কল্যানে একজন নিবেদিত প্রান সমাজসেবক হিসেবে কাজ করেছেন।
করোনাকালীন সময়ে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে জনগনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে রাস্তাঘাট, সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে অংশগ্রহন ছিল প্রসংশার দাবিদার।
এ বিষয়ে নব নির্বাচিত মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মজুমদার বলেন, ইউনিয়ন বাসীর সার্বিক ও আন্তরিক ভালোবাসায় আজকের এ অবস্থান পর্যন্ত আসতে পেরেছি। ইউনিয়নবাসী যে দায়িত্ব অর্পন করেছেন সবাইকে সাথে নিয়ে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গঠনে ইউনিয়নবাসী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছ।