শাহরাস্তিতে মেমোরিয়াল ডায়াগনস্টিককে লাইসেন্স নবায়ন না থাকায়, পয়ঃনিষ্কাশন- স্যানিটেশন ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণে ক্রটির দায়ে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে পৌর শহরের মেহের কালিবাড়ি উত্তর বাজারে মেমোরিয়াল ডায়াগনস্টিককে এ দন্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত অভিযুক্ত ডায়াগনস্টিকটিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ওই সময় লাইসেন্স নবায়ন না থাকায়, পয়ঃনিষ্কাশন-স্যানিটেশন ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রক্রিয়াজাতকরণে ক্রটির বিষয়টি ভ্রাম্যমান আদালত আমলে নেয়।
পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় অভিযুক্ত মেমোরিয়াল ডায়াগনস্টিককে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়ে অনিয়মের বিষয়ে সতর্ক করে দেয়।
ওই সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাসির উদ্দিন।
এ কাজে আরো সহযোগিতা করেন ডা: সারোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসারে কার্যালয়ের কর্মকর্তা মো: মাসুদ আলম এবং শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট অফিসার সঙ্গীও ফোর্স।
এ বিষয়ে ডা: নাসির উদ্দিন জানান, পয়ঃনিষ্কাশন-স্যানিটেশন ও চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা দুর্বল হলে ডায়রিয়া, কলেরা, হেপাটাইটিস, পোলিও ও কৃমি জনিত এবং রক্তের প্রভৃতি রোগ ছড়িয়ে পড়তে পারে।
উন্নত স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি হলে গণস্বাস্থ্যকেই হুমকিতে ফেলছে না বরং মানব বৈশিষ্ট ও ব্যক্তিগত নিরাপত্তাকেও ক্ষুণ্ন করছে।
এদিকে উপজেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, যেখানেই অনিয়ম সেখানে অভিযান অব্যাহত থাকবে।